স্টকহোমে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রবাস ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৯
শেয়ার :
স্টকহোমে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে স্টকহোমস্থ বাংলাদেশ দূতাবাস। গতকাল শুক্রবার সকালে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। পরে সন্ধ্যায় দূতাবাস প্রাঙ্গণে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে স্টকহোমস্থ বিভিন্ন দেশের অতিথিগণ, স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যবৃন্দ ও দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারি অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে দূতাবাস মিলনায়তনে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে মহান ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স-এর নেতৃত্বে আগত অতিথিবৃন্দ দূতাবাস প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ও মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করেন দূতাবাস কর্মকর্তাগণ। এরপর মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।  

দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আমরিন জাহান তাঁর বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধার সঙ্গে মাতৃভাষার মর্যাদা রক্ষায় ভাষাশহীদদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। তিনি বলেন, একুশ আমাদের জাতীয় মুক্তির চেতনার উৎস হিসাবে কাজ করেছে এবং আমাদের মহান একুশ আজ স্বদেশের আঙিনা পেরিয়ে বৈশ্বিক চেতনায় পরিণত হয়েছে। মাতৃভাষার পরিচর্যা করার পাশাপাশি বিশ্বের প্রতিটি মানুষের মাতৃভাষার প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের ব্যাপারেও তিনি গুরুত্ব আরোপ করেন। তিনি আরো বলেন যে জুলাই আগস্টের গণ-অভ্যুত্থান এবং ছাত্র জনতার চরম আত্মত্যাগ সাম্য ও ন্যায় প্রতিষ্ঠা এবং সাংস্কৃতিক শোষণসহ সব রকমের বৈষম্য বিলোপের সুযোগ এনে দিয়েছে। 

অনুষ্ঠানের শেষে একুশের চেতনাকে উপজীব্য করে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে আমন্ত্রিত অতিথিগণ নাচ, গান, কবিতা আবৃত্তিসসহ বিভিন্ন পরিবেশনায় অংশগ্রহণ করেন।