বইমেলায় আনোয়ার হোসেন লিখনের ‘প্রেম ও দ্রোহের নির্জন অভিসার’
অমর একুশে বইমেলা ২০২৫ এ প্রকাশিত হয়েছে কবি ও সাংবাদিক আনোয়ার হোসেন লিখনের দ্বিতীয় কাব্যগ্রন্থ প্রেম ও দ্রোহের নির্জন অভিসার। বইটি মেলায় এনেছে হাওলাদার প্রকাশনী। হাওলাদার প্রকাশনীর ৩০৯, ৩১০, ৩১১ নং প্যাভিলিয়নে বইটি পাওয়া যাচ্ছে। বইটি প্রকাশ করেছে হাওলাদার প্রকাশনী। মূল্য ২৫০ টাকা। ২৫ শতাংশ ছাড়ে রকমারিতে বইটি পাওয়া যাচ্ছে ১৮৮ টাকায়। কবি তার বইটিতে প্রেম ও দ্রোহ নিয়ে লিখেছেন।
কবি বলেন, প্রেম ও দ্রোহ এই দুইটি শব্দ মানবজীবনের দুইটি ভিন্ন প্রান্তকে বোঝায়। প্রেম মানবজীবনের একটি মৌলিক অনুভূতি। প্রেম মানুষে মানুষে সম্পর্কের ভিত্তি স্থাপন করে। একদিকে রয়েছে গভীর প্রেম- ভালোবাসা, গভির অনুরাগে, স্নেহ, মায়া ও অনুভূতি, তেমনি অন্য দিকে রয়েছে অন্যায়, অবিচার, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ। প্রেম ও দ্রোহ একে অপরের পরিপূরক হতে পারে। প্রকৃতপক্ষে, সত্যিকারের প্রেম প্রায়শই দ্রোহের জন্ম দেয়। যখন কোন মানুষ বা সমাজ অন্যায় ও অবিচারের শিকার হয়, তখন তাদের মধ্যে দ্রোহের জন্ম হয়।
দ্রোহ মানুষকে তাদের অধিকার আদায় করতে, সমাজে পরিবর্তন আনতে এবং একটি সুন্দর ও ন্যায়সঙ্গত জীবন প্রতিষ্ঠার জন্য উৎসাহিত করে। দ্রোহের মাধ্যমে মানুষ তাদের সমাজের প্রতি ভালোবাসার প্রমাণ দেয়।
প্রকাশনা প্রতিষ্ঠান হাওলাদার প্রকাশনীর স্বত্বাধিকারী মাকসুদ হাওলাদার বলেন, আনোয়ার হোসেন লিখনের কবিতার প্রধান বৈশিষ্ট্য হলো তার কাব্যিক গভীরতা এবং মানবিকতার প্রতি তার অঙ্গীকার। তাঁর কবিতা পাঠককে চিন্তা করতে উদ্বুদ্ধ করে এবং সমকালীন সমাজের প্রতি এক গভীর অনুধাবন সৃষ্টি করে। তার কবিতাবাংলা সাহিত্যের সমৃদ্ধি আনবে বলে আমি মনে করি। তাঁর কবিতায় মানবাধিকার, প্রকৃতি, প্রেম, ন্যায়বিচার, এবং সমাজের বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে গভীর ভাবনা উঠে আসছে।
কবির রচনাশৈলী ও কবিতার বৈশিষ্ট্য মুগ্ধ করেছে আমায়। কবি এই গ্রন্থে বাস্তব জীবন, প্রেম, বিরহ, বেদনা, চাওয়া—না পাওয়া, অনুভূতি, সফল্যতা, ব্যর্থতা, সকল কিছু বিষয়ের আলোকে অসাধারণ সব কবিতা লিখেছেন। সব মিলিয়ে কবি অসাধারণ শৈল্পিক সমন্বয় ঘটিয়েছেন বইটিতে যা দেখে আমি সত্যিই অভিভূত। আমার দৃঢ় বিশ্বাস কাব্যপ্রেমীদের কাব্যরস আস্বাদনে ‘প্রেম ও দ্রোহের নির্জন অভিসার” কাব্যগ্রন্থটি পাঠকপ্রিয় হবে।
আনোয়ার হোসেন লিখন বর্তমানে দৈনিক আমাদের সময়ে সাংবাদিক হিসেবে কর্মরত।