চলছে নির্মাতাদের নির্বাচন
নাট্যপরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের ২০২৫-২৭ মেয়াদের নির্বাচন চলছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আজ শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। মাঝে থাকছে এক ঘণ্টার বিরতি। এবারও নির্বাচনে অংশ নিচ্ছে দুটি প্যানেল। একটি প্যানেলে সভাপতি প্রার্থী হিসেবে আছেন অভিনেতা-নাট্য পরিচালক শহীদুজ্জামান সেলিম এবং অন্য প্যানেলে সভাপতি প্রার্থী হিসেবে রয়েছেন অভিনেতা-পরিচালক সালাহউদ্দিন লাভলু।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫০১। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন নাট্যব্যক্তিত্ব নরেশ ভূঁইয়া, সঙ্গে থাকবেন নাট্যকার মাসুম রেজা ও সিনেমার নির্মাতা আবদুস সামাদ খোকন।
আরও পড়ুন:
স্ত্রীর কবরের পাশে পরীর নানা সমাহিত
নির্বাচন নিয়ে বক্তব্য দিতে গিয়ে অভিনেতা ও নির্মাতা শহীদুজ্জামান সেলিম বলেন, ‘সবার ভালোবাসা, সমর্থন পেয়ে এর আগেও ডিরেক্টরস গিল্ডের সভাপতি পদে নির্বাচিত হয়েছিলাম। আশা করি, এবারও ভোটারদের সমর্থন পেয়ে বিজয়ী হব।’
আরও পড়ুন:
গণভবনে ডাক পেলেন আ. লীগের মনোনয়নপ্রত্যাশীরা
অন্যদিকে সালাহউদ্দিন লাভলু বলেছেন, ‘আমরা চাই সব ভোটারই এবার উপস্থিত থাকুক এবং তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করুক। সাধারণত মিডিয়াসংশ্লিষ্ট নির্বাচনগুলো খুবই উৎসবমুখর হয়, আশা করছি এবারও তাই হবে।’
আরও পড়ুন:
পাল্টে যেতে পারে আন্দোলনের ধরন