ফিলিপাইনে বাংলাদেশ দূতাবাসে মহান শহিদ দিবস পালিত

প্রবাস ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৪৭
শেয়ার :
ফিলিপাইনে বাংলাদেশ দূতাবাসে মহান শহিদ দিবস পালিত

ফিলিপাইনের ম্যানিলায় যথাযোগ্য মর্যাদা ও ভাব-গাম্ভীর্যের সাথে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস। দিবসটি উদযাপন উপলক্ষ্যে ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় দূতাবাস প্রাঙ্গণে এক মনোরম অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ শুক্রবার সকালে বাংলাদেশ হাউজে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়। সন্ধ্যা ৬ টায় দূতাবাস প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে। অতঃপর পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। দিবসটি উপলক্ষ্যে দূতাবাস প্রাঙ্গণে অস্থায়ীভাবে নির্মিত শহিদ মিনারে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা/কর্মচারীগণ এবং ফিলিপিনে বসবাসরত বাংলাদেশী নাগরিকগণ পুস্পস্তবক অর্পণ করেন। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা প্রদত্ত বাণী পাঠ করেন দূতাবাসের কর্মকর্তাবৃন্দ। পররাষ্ট্র মন্ত্রণালয় হতে প্রাপ্ত ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্যে মান্যবর রাষ্ট্রদূত এফ. এম. বোরহান উদ্দিন শুরুতেই মহান ভাষা আন্দোলনের শহিদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। একইসঙ্গে তিনি জুলাই-আগস্ট-২০২৪-এর বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি ভাষা আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরার পাশাপাশি ২১ শে ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি লাভের প্রেক্ষাপট তুলে ধরেন। অতঃপর মান্যবর রাষ্ট্রদূত ২০২৫ সালের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতিপাদ্যের তাৎপর্য তুলে ধরে ভাষার শক্তিকে কাজে লাগিয়ে টেকসই উন্নয়ন নিশ্চিতকরণ এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও উন্নত বিশ্ব গড়ে তোলার জন্য আহ্বান জানান।

পরিশষে ফিলিপিনে বসবাসরত বাংলাদেশী প্রবাসী নাগরিকদের অংশগ্রহণে একটি মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।