সিঙ্গাপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

অনলাইন ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৬
শেয়ার :
সিঙ্গাপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সিঙ্গাপুরে যথাযোগ্য ভাবগাম্ভীর্য, মর্যাদা এবং বিনম্র শ্রদ্ধায় পালিত হলো মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫। আজ শুক্রবার বাংলাদেশ হাইকমিশন, সিঙ্গাপুরের আয়োজনে প্রবাসী বাংলাদেশী এবং সিঙ্গাপুরে অবস্থিত বিভিন্ন কূটনৈতিক মিশন থেকে আগত কূটনৈতিকরা ও শিল্পীবৃন্দের অংশগ্রহণে হাইকমিশন প্রাঙ্গনে বিভিন্ন ভাষার সাংস্কৃতকি উপস্থাপনরে মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

দিবসের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনা ও জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মধ্য দিয়ে দিবসের কার্যক্রমের সূচনা করেন সিঙ্গাপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের মান্যবর হাইকমিশনার মো. তৌহিদুল ইসলাম। পরে ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। 

দিবসটি উপলক্ষে অভ্যাগত অতিথিরা এবং প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে পড়ে শোনানো হয় বাংলাদশে সরকারের প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা প্রদত্ত বাণীসমূহ। এ সময়ে মহান শহিদ দিবস উপলক্ষে একটি ভিডিওচিত্র প্রদর্শিত হয়।

দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় বাংলাদেশের হাইকমিশনার মো: তৌহিদুল ইসলাম জানান,মাতৃভাষা বাংলার অধিকার আদায়ে বায়ান্নোর ভাষা শহিদদের অবদানকে তিনি শ্রদ্ধা ভরে স্মরণ করেন। ১৯৭১ এর মুক্তিযুদ্ধের শহিদ ও ২৪’র জুলাই আগস্ট বিপ্লবের শহিদদের প্রতি ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।

তিনি বলেন, ‘যে মাতৃভাষা হিসেবে বাংলা আজ বিশ্বের বুকে স্বগৌরবে প্রতিষ্ঠিত হলেও বিশ্বের বিলীয়মান ভাষা গুলোকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে সংগ্রাম এখনও শেষ হয়নি। পৃথিবী থেকে প্রতি বছরই কোন না কোন ভাষা বিলুপ্ত হচ্ছে। এর সঙ্গে হারিয়ে যাচ্ছে অনেক ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতি। ’

তিনি উল্লেখ করেন বিশ্বব্যাপি মাতৃভাষার অধিকার আদায় ও সংরক্ষণে এবং নিজ নিজ ভাষা ব্যবহারের মাধ্যমে বিভিন্ন জাতি ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠির সংস্কৃতি ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এই দিবসটি আমাদের উজ্জীবিত করে। মাতৃভাষার অহর্নিশ চর্চায় পৃথিবীর সকল জাতি গোষ্ঠি নিজেদের পরবর্তী প্রজন্মের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বক্তব্য শেষে বাংলাদেশের সার্বিক কল্যান ও সমৃদ্ধি কামনা করেন।

বাংলাদেশ হাইকশিনের আয়োজনে দেশী-বিদেশী বেশ কয়েকটি ভাষাভাষী শিল্পীদের পরিবেশনায় মাতৃভাষার বন্দনা করে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।