মিশিগানে বাংলাদেশি প্রবাসীদের জন্য ইমিগ্রেশন অনুষ্ঠান

প্রবাস ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৩
শেয়ার :
মিশিগানে বাংলাদেশি প্রবাসীদের জন্য ইমিগ্রেশন অনুষ্ঠান

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটির আল শাহী প্যালেসে গত মঙ্গলবার সন্ধ্যায় ইমিগ্রেশন সংক্রান্ত অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। 

বর্তমানে বাংলাদেশিসহ অন্যান্য কমিউনিটিতে ইমিগ্রেশন সংক্রান্ত জটিলতা নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা বেড়েই চলেছে। এরই ধারাবাহিকতায় মিশিগান বাংলাদেশি কমিউনিটি হেল্প (এম বি সি এইচ) সম্প্রতি একটি বিশেষ ইমিগ্রেশন সংক্রান্ত প্রশ্নোত্তর সেশন আয়োজন করে। 

এই আয়োজনে ইউএস ইমিগ্রেশন কাস্টমস, বর্ডার পেট্রোল ও আইন-শৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং কমিউনিটির সদস্যদের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রদান করেন।

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি হেল্পের হেড অব এডমিন দেলোয়ার আনসারের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেভিড ইয়র্ক - টহল এজেন্ট ইন চার্জ, ইউএস বর্ডার টহল। ডগ ম্যাককুয়ারি-গ্রুপ সুপারভাইজার, হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস (আইসিই), কারেন স্মিথ - (ভারপ্রাপ্ত) ফিল্ড অপারেশনের সহকারী পরিচালক, ফিল্ড অপারেশন অফিস (আইসিই ওএফও), ইউসুফ ফাওয়াজ - পাবলিক অ্যাফেয়ার্স স্পেশালিস্ট, ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) এছাড়া, এম বি সি এইচ এর অ্যাডমিন প্যানেল ও কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 

উপস্থিত সবাই গুরুত্বপূর্ণ সঠিক তথ্য ও দিকনির্দেশনা পান, যা কিনা ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সহায়তা করবে। এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, MBCH এর এডমিন-মোডারেটগণ, তাদের মধ্যে আজমল হুসাইন, সাফওয়ান আহমদ, জাভেদ খান، মুন্নি রহমান, সায়েম আহমদ, আলি ওলি, জাহিদুল ইসলাম মারুফ ও অন্যান্য। 

কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন সাদেকুর রহমান সুমন ভাইস প্রেসিডেন্ট MI-BADC, মোস্তফা কামাল সাবেক সাধারণ সম্পাদক বাংলা প্রেস ক্লাব মিশিগান, হেলাল খান সভাপতি গোলাপগঞ্জ সমিতি মিশিগান, জিয়া হক ভাইস প্রেসিডেন্ট MI-BADC, হালিম খান, সৈয়দ শাহীনসহ আরও অনেকে।