আগে স্থানীয় সরকার নির্বাচন চান আসিফ
জাতীয় না স্থানীয় সরকার নির্বাচন- সাম্প্রতিক সময়ে রাজনীতির মাঠে বিষয়টি নিয়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। অন্তর্বর্তী সরকার আগে ‘স্থানীয় সরকার নির্বাচন’র পক্ষে নানা সময় মন্তব্য করলেও সেটি কোনোভাবেই হতে দিতে চায় না বিএনপি ও এর সহযোগী দলগুলো। এবার বহুল আলোচিত ইস্যুটি নিয়ে কথা বললেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন জরুরী বলে মনে করেন এই গায়ক। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আসিফ তার ফেসবুকে লিখেছেন, ‘জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন জরুরি।’
কেন আগে স্থানীয় সরকার নির্বাচন জরুরি সেই ব্যাখ্যাও দিয়েছেন তিনি। আগে স্থানীয় সরকার নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘এতে রাজনৈতিক সংস্কৃতির উন্নতি বোঝা যাবে, মানুষও উপকৃত হবে।’
আরও পড়ুন:
স্ত্রীর কবরের পাশে পরীর নানা সমাহিত
আসিফের পোস্টে সহমত পোষণ নানা কথা লিখে যাচ্ছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। সেলিম উদ্দিন নামে একজন লিখেছেন, ‘আমিও এটার সাথে একমত কিন্তু কিছু বিএনপির লোক চায় আগে জাতীয় নির্বাচন… আগে জাতীয় নির্বাচন দিলে তারা মনে হয় স্থানীয় নির্বাচনে দলীয় প্রভাব খাটানোর চিন্তায় আছে।’
পারভেজ ভূইয়া লিখেছেন, ‘একপক্ষ চায় জাতীয় নির্বাচন আগে হোক অন্য পক্ষ চায় স্থানীয় নির্বাচন। এখানে দুই জনের যুক্তিই সমান যুক্তিযুক্ত। আগে জাতীয় নির্বাচন হলে যারা সরকার গঠন করবে তারা ইচ্ছামত স্থানীয় সরকার নির্বাচনে নিজেদের প্রার্থী নির্বাচিত করবে। আবার আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে যারা নির্বাচিত হবে তারা কি জাতীয় নির্বাচনে প্রভাব বিস্তার করবে না?’ এর উত্তরে আসিফ লিখেছেন, ‘ওই দাঁতের সমস্যা নির্বাচন কমিশন, সরকার আর সেনাবাহিনী দেখবে।’
আরও পড়ুন:
গণভবনে ডাক পেলেন আ. লীগের মনোনয়নপ্রত্যাশীরা
মোস্তফা রাজ লিখেছেন, ‘অবশ্যই এমপি-মন্ত্রীদের প্রভাবমুক্ত স্থানীয় নির্বাচন আগে দরকার। জনগন চাইছে দেশে মুক্তভাবে পরিবর্তন আসুক। সব রাজনৈতিক দলেরই উচিত জনগণের চাওয়াকে প্রাধন্য দিয়ে এগিয়ে যাওয়া।’