আ. লীগ নিষিদ্ধের দাবিতে শেকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
‘ছাত্র আন্দোলনে দুই হাজারের ওপর শহীদ, ১১ হাজারের বেশি আহত হাসপাতালে কাতরাচ্ছে, ১৫ বছরে আয়না ঘরের বন্দিদের কান্নার পর ফ্যাসিস্ট পালিয়েছে, তাও এই আওয়ামী পশুর দল প্রতি বিপ্লবের নামে আবুল কাশেমের রক্ত ঝরায়, এমন কত আবুল কাশেম, আবু সাঈদের রক্ত পড়লে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে?’
মিছিল নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেকৃবি আহ্বায়ক মো. আসাদুল্লাহ এ কথা বলেন।
সম্প্রতি গাজীপুরে আবুল কাশেম হত্যার প্রতিবাদে ও আয়নাঘরের বিভৎসতা প্রকাশ্যে আসায় এ সকল মানবতাবিরোধী কার্যক্রমে জড়িত থাকার প্রতিবাদে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি তুলে গতকাল বুধবার রাত সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ র্যাব-২ এর সামনে মিছিল প্রদক্ষিণ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেকৃবি নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!
এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনের কৃষি ও পরিবেশ সেল-এর সম্পাদক মো. তৌহিদ আহমেদ আশিক বলেন, ‘আওয়ামী লীগ দেশ স্বাধীনের পর থেকেই রাজনীতি করেনি, বরং নিজ মতের বিরুদ্ধে যারাই গেছেন তাদেরকে গুম, খুন, আয়নাঘরের মতো নৃশংসতায় পতিত হতে হয়েছে। আমার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাইরা গুপ্ত হত্যার শিকার হয়, আবুল কাশেম ভাইয়ের জীবন দিতে হয়। আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য কি এত কিছুও যথেষ্ট নয়? নাকি আরও রক্তপাতের অপেক্ষা করা হচ্ছে।’
এ সময় "আবু সাইদ মুগ্ধ- শেষ হয়নি যুদ্ধ" "ফাঁসি চাই ফাঁসি চাই- খুনি হাসিনার ফাঁসি চাই", "স্বৈরাচারের ঠিকানা-এই বাংলায় হবে না"," নিষিদ্ধ, নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ", "আয়না ঘরের রাণী- হাসিনা তুই খুনী" স্লোগানে শিক্ষার্থীরা ক্যাম্পাস প্রদক্ষিণ করে র্যাব-২ এর সামনে আবস্থান করে।
এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধ ও ছয় মাস আয়নাঘর জনগণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি জানান।