বিইউএফটির ২য় সমাবর্তন অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি
০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৪৪
শেয়ার :
বিইউএফটির ২য় সমাবর্তন অনুষ্ঠিত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) ২য় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার পূর্বাচলের বাংলাদেশ চায়না র্ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এ সমাবর্তন অনুষ্ঠিত হয়। সমাবর্তনে ২ হাজার ৭৩১ শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়।

সমাবর্তনে গ্রাজুয়েট শিক্ষার্থীদেরকে ডিগ্রি প্রদান করেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। রাষ্ট্রপতি ও বিইউএফটির আচার্যের প্রতিনিধি হিসেবে তিনি এ ডিগ্রি প্রদান করেন।

গ্রাজুয়েট শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আপনারাই আগামীর পথের দিশারী। আপনারাই তৈরি করে দিবেন বাংলাদেশ কীভাবে গড়ে উঠবে। বাংলাদেশ আর কখনোই আগের জায়গায় যাবে না। এই বাংলাদেশকে তৈরি করার জন্য যে স্বপ্ন, যে আকাঙক্ষা, যে আত্মবিসর্জন, তার ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আপনাদের (তরুণদের) ভূমিকা গুরুত্বপূর্ণ। সে লক্ষ্যে তরুণদেরকে কাজ করে যেতে হবে।

অনুষ্ঠানের সমাবর্তন বক্তা ছিলেন ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাং। তিনি বলেন, সীমিত অবকাঠামো, বিদেশী সরবরাহ এবং অনুন্নত শিল্পকাঠামোর মতো যে সমস্যাগুলো বাংলাদেশ এখন মোকাবেলা করছে, কয়েকবছর আগে কোরিয়াও একই ধরনের সমস্যা মোকাবেলা করেছে। তবে শিক্ষা ও কারিগরি উন্নতিতে প্রাধান্য দিয়ে কোরিয়া অগ্রসর উৎপাদনশীলতায় বৈশ্বিক নেতৃত্বে পরিণত হয়েছে। আর এটা সম্ভব হয়েছে মানবিক ও শিল্প অবকাঠামোর ভিত্তির কারণেই।

ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ ফলাফল অর্জনের জন্য আট শিক্ষার্থীকে চ্যান্সেলরস গোল্ড মেডেল দেয়া হয়। এ ছাড়া পাঁচ শিক্ষার্থীকে দেয়া হয় চেয়ারম্যানস গোল্ড মেডেল। আর ভাইস চ্যান্সেলরস গোল্ড মেডেল দেয়া হয় ১১ শিক্ষার্থীকে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান, ভারপ্রাপ্ত উপাচার্য প্রকৌশলী অধ্যাপক ড. আইয়ুব নবী খান, বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মো. মশিউল আজম (সজল), মোহাম্মদ নাছির প্রমুখ।