প্যাকেজ ভ্যাট প্রবর্তন করার পরামর্শ
ডিসিসিআইয়ের মতবিনিময় সভা
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর প্যাকেজ ভ্যাটব্যবস্থা প্রবর্তন করা যেতে পারে বলে মত দিয়েছেন ব্যবসায়ীরা। পুরাতন ঢাকার ব্যবসা-বাণিজ্যের বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ ও করণীয় নির্ধারণে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এ মতবিনিময় সভা আয়োজন করে।
গতকাল শনিবার রাজধানীর লালবাগে মীম কমিউনিটি সেন্টারে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ ব্যাংকের চিফ ইকোনমিস্টস ইউনিটের পরিচালক (গবেষণা) ড. মো. সেলিম আল মামুন, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা দক্ষিণের অতিরিক্ত কমিশনার মানস কুমার বর্মণ ও ডিএমপির লালবাগ বিভাগের উপ-কমিশনার মো. জসীম উদ্দিন বিশেষ অতিথি ছিলেন। এ সময় ডিসিসিআইয়ের সহ-সভাপতি মো. সালেম সোলায়মান, পরিচালনা পর্ষদের সদস্যসহ সাবেক সভাপতিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ৩৩টি প্রতিষ্ঠানকে ডিসিসিআইয়ের সদস্যপদ প্রদান করা হয়।
আরও পড়ুন:
আয়কর কমিশনারের চলতি দায়িত্ব পেলেন তিনজন