অনশন চলছে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের
টানা তৃতীয় দিনের মতো কলেজের সামনে আমরণ অনশন করছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করে প্রজ্ঞাপণ জারিসহ সাত দফা দাবি বাস্তবায়নে এই অনশন কর্মসূচি।
আজ শুক্রবার সকালে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা না দেয়া পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাওয়ার কথা জানান তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, যৌক্তিক দাবি নিয়ে দ্বিচারিতা করছে সরকার। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয় হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
শিক্ষার্থীরা বলেন, ‘সরকার তাদের আন্দোলন ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছে। আন্দোলন থেকে ফেরার কোনো সুযোগ নেই। আন্দোলন করতে গিয়ে কেউ অসুস্থ কিংবা কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় সরকারকেই নিতে হবে।’
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. নুরুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঘটনাস্থলে আসে। দীর্ঘক্ষণ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেও কোনো সমাধানে আসতে পারেননি শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব। তিতুমীর কলেজকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ করার তাৎক্ষণিক ঘোষণার দাবির মুখে এক পর্যায়ে ব্যর্থ হয়ে ঘটনাস্থল ত্যাগ করেন তিনি।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!
এদিকে শিক্ষার্থীরা আশাব্যক্ত করছেন, ‘তাদের দাবিগুলো যৌক্তিক এবং ন্যায়সঙ্গত। আশা করা যায়, সরকার খুব শিগগিরই দাবিগুলো মেনে নেবে এবং তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার প্রক্রিয়া শুরু করবে।’