গুচ্ছ ভর্তি বহালে ইউজিসির সুপারিশ

অনলাইন ডেস্ক
২৬ জানুয়ারী ২০২৫, ২১:৪০
শেয়ার :
গুচ্ছ ভর্তি বহালে ইউজিসির সুপারিশ

দেশের ২৪টি সাধারণ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি পদ্ধতি বহাল রাখতে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এ সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আজ রবিবার বিকেলে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের সঙ্গে শিক্ষার্থীদের প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, ‘শিক্ষার্থীদের দাবি অনুযায়ী গুচ্ছের সাধারণ সব বিশ্ববিদ্যালয় একক ভর্তি প্রক্রিয়া বহাল রাখতে শিক্ষা উপদেষ্টার কাছে অবহিত করি। শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। তিনি বিষয়টি খুব সিরিয়াসলি নিয়েছেন। এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় পদক্ষেপ নিচ্ছেন। শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। আজ চিঠি যাবে সব বিশ্ববিদ্যালয়ে। যেসব বিশ্ববিদ্যালয় আলাদা ভর্তির প্রক্রিয়া শুরু করেছে। তারা পুনরায় বিবেচনা করার সুযোগ পাবেন।’

আজ বেলা ১১টার দিকে লং মার্চ নিয়ে ইউজিসির সামনে আসেন একদল শিক্ষার্থী। সেখানে অবস্থান নিয়ে তারা ‘শিক্ষা না বাণিজ্য, শিক্ষা শিক্ষা’, ‘মোদের দাবি একটাই, থাকতে হবে ২৪টাই’, ‘ব্যবসা না গুচ্ছ, গুচ্ছ গুচ্ছ’-সহ বিভিন্ন স্লোগান দেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পরে দুপুর ১টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসতে আগ্রহ প্রকাশ করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। পরে শিক্ষার্থীদের ১০ সদস্যের প্রতিনিধিদল চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করতে ইউজিসি কার্যালয়ে প্রবেশ করেন।

শিক্ষার্থীদের প্রতিনিধিদলে নেতৃত্ব দেওয়া সিয়াম বলেন, ‘ইউজিসি চেয়ারম্যানসহ কর্মকর্তাদের সঙ্গে আমরা আলোচনা করেছি। এই বিষয়ে একটা ভালো সিদ্ধান্ত নেওয়া হবে।’

এদিকে বেশ কয়েকটি সরকারি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে আলাদা ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এরইমধ্যে তারা ভর্তি পরীক্ষা তারিখও ঘোষণা করেছে। এই বিষয়ে ইউজিসির চেয়ারম্যান বলেন, ‘গুচ্ছের সব বিশ্ববিদ্যালয়গুলো একক ভর্তি পরীক্ষা গ্রহণে সব ধরনের সহযোগিতা করা হবে। যারা বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তারা বিষয়টি বিবেচনার সুযোগ পাবেন। আর গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে সেসব অভিযোগ ও সমস্যা রয়েছে, সেগুলো সমাধানের আলোচনা করা হবে। শিক্ষার্থীদের খরচ ও কষ্ট লাঘব করতে এই উদ্যোগের কথা ভাবা হচ্ছে।’