বাংলাদেশ দূতাবাস, স্টকহোম কর্তৃক সুইডেনে ‘পিঠা উৎসব’ আয়োজন
তারুণ্যের উৎসব ২০২৫-উদযাপনের অংশ হিসেবে সুইডেনস্থ বাংলাদেশ দূতাবাস গতকাল রবিবার স্টকহোমে ‘পিঠা উৎসব’-এর আয়োজন করে। উক্ত উৎসবে আমন্ত্রিত বিদেশি অতিথিরা, দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা ও প্রবাসী বাংলাদেশিরা সপরিবারে অংশগ্রহণ করেন।
সারাদিনব্যাপী এ উৎসবে বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবার, পিঠা, মিষ্টান্নসামগ্রীর বিভিন্ন স্টলের আয়োজন করা হয়। এ ছাড়া পোশাক, হস্তশিল্প, অলংকার ও অন্যান্য পণ্যের স্টলেরও আয়োজন করেন প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তারা। পণ্যের স্টলের পাশাপাশি উৎসবমুখর পরিবেশে উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়, যেখানে শিল্পীরা গান, কবিতা, নাচ, পরিবেশনা করেন।
আরও পড়ুন:
২৪ দিনে রেমিট্যান্স এল ১৪৯ কোটি ডলার
রাষ্ট্রদূত মেহ্দী হাসান এক বিবৃতিতে বলেছেন, ‘তারুণ্যের উৎসব ২০২৫-উদযাপনের অংশ হিসেবে আমরা সুইডেনে আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার, পিঠা ও অন্যান্য সামগ্রী নিয়ে এ ধরনের উৎসব আয়োজন করতে পেরে আনন্দিত। দূতাবাস কর্তৃক আয়োজিত এই মেলার মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার বিভিন্ন দেশের কাছে তুলে ধরা সম্ভব হয়েছে বলে আমি মনে করি। তারুণ্যের উৎসবের প্রতিপাদ্য-নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে, এবং বাংলাদেশের এই তরুণ উদ্যোক্তারাই নতুন বাংলাদেশকে সামনে নিয়ে যাবে বলে আমি দৃঢ় বিশ্বাস করি।’