পুরান ঢাকা সাংবাদিক ফোরামের পিঠা উৎসব
পৌষ শেষে মাঘ চলছে। থেমে নেই পিঠা উৎসবের আয়োজন। রাজধানীর আনাচেকানাচে চলছে এ উৎসব। কিন্তু এসব উৎসবে ঠাঁই হয় না পথশিশুদের। উৎসবের চারদেয়ালের বাহিরে থাকে এসব শিশুরা।
গতকাল রবিবার সকাল ১১টায় লক্ষ্মী বাজার সংলগ্ন বাহাদুর শাহ পার্কে (ভিক্টোরিয়া পার্ক) পুরান ঢাকা সাংবাদিক ফোরাম আয়োজন করেছে পিঠা উৎসব।
শুরুতে পরিচয় পর্ব। তারপর পিঠা উৎসব উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মেজবাহ-উল-আজম সওদাগর ও ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নাছির আহমাদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরান ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি জাফরুল আলম, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, সহ-সভাপতি প্রদীপ বড়ুয়া জয়, যুগ্ম-সম্পাদক আল বারু মুস্তাকিম নিবিড়, যুগ্ম সম্পাদক ফয়সাল তনু, কোষাধ্যক্ষ সুমন দত্ত, সাংগঠনিক সম্পাদক নার্গিস জুই, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ইউসুফ, দফতর সম্পাদক মাহফুজ মুকুল, আন্তর্জাতিক সম্পাদক এস এম বাবর কবির, সাংস্কৃতিক সম্পাদক ইউসুফ হাওলাদার দিপু, তানভির রায়হান, নাজমুল সাগর।
অধ্যাপক মেজবাহ সংগঠনের সবাইকে ধন্যবাদ জানিয়ে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করার প্রশংসা করেন। পথশিশুদের উদ্দেশ্যে করা এসব আয়োজনে মানবিক দিকটি সুন্দরভাবে উন্মোচিত হয়েছে।
আরও পড়ুন:
মন্ত্রিসভায় শপথ নিতে ডাক পেলেন যারা
সংগঠনের প্রশংসা করে অধ্যাপক ড. নাছির আহমাদ বলেন, ৫ আগস্টের পর অনেকে জেগেছে। মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে। এই উদ্যোগ তারই প্রতিফলন। এমন উদ্যােগ চলমান রাখার কথাও বলেন তিনি।
সংগঠনের সভাপতি মো. জাফরুল আলম বলেন, পুরান ঢাকা সাংবাদিক ফোরাম একটা পরিবার। পথশিশুদের নিয়ে আজকের উদ্যাগে সম্মিলিত চেষ্টায় সফল হয়েছে। সর্বোচ্চ সততা ও পরিচ্ছন্নভাবে সবাই মিলে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবো।
আরও পড়ুন:
শপথ নিলেন ২৫ মন্ত্রী
পিঠা উৎসবে আগত পথশিশুদের চোখেমুখে আনন্দের উচ্ছ্বাস দেখা যায়। এর আগে কখনোই এমন আয়োজন দেখেনি এসব পথশিশুরা। তারা জানান, ‘এখন পর্যন্ত কোন সাম্মাদিক সংগঠন এভাবে আমাগো পিঠা খাওয়াই নাই। আমরা খুবই খুশি।’ এ সময় পথশিশুদের পাশাপাশি আশেপাশের নিম্ন আয়ের মানুষদেরও পিঠা উৎসবে পিঠা খেতে দেখা যায়।