জবিতে ভর্তি কার্যক্রম শেষ হচ্ছে ২৬ জানুয়ারি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সমন্বিত ভর্তি কার্যক্রমের ৭ম পর্যায়ে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের প্রয়োজনীয় অর্থ অনলাইনে জমা দিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন সাক্ষরিত এ বিজ্ঞাপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য আবেদনকৃত শিক্ষার্থীদের মধ্যে যারা ৭ম পর্যায়ে বিষয়প্রাপ্ত হয়েছেন, তাদের প্রয়োজনীয় অর্থ অনলাইনে জমা দিয়ে ভর্তি হতে হবে। বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কার্যক্রমের বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের ১৬/০১/২০২৫ তারিখ হতে ১৮/০১/২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনে নিজ নিজ প্যানেলে লগইন করে প্রয়োজনীয় অর্থ ও তথ্য প্রদান করতে হবে।
পরবর্তীতে আজ ১৯/০১/২০২৫ তারিখ হতে ২৬/০১/২০২৫ তারিখ পর্যন্ত (সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে) সরাসরি সংশ্লিষ্ট ডিন অফিসে নিম্নোক্ত কাগজপত্রাদি জমা দিয়ে চূড়ান্ত ভর্তি হতে হবে।
চূড়ান্ত ভর্তির জন্য সংশ্লিষ্ট বিভাগে নিম্নবর্ণিত কাজগপত্রাদি জমা দিতে হবে:
(ক) চূড়ান্ত ভর্তি ফিস জমাদানের রশিদ (GST গুচ্ছের অন্য বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির পর মাইগ্রেশন করে আসা শিক্ষার্থীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে)।
(খ) প্রাথমিক ভর্তি নিশ্চিতকরণ বাবদ প্রদত্ত মূল নম্বরপত্র জমাদান স্লিপের ফটোকপি।
(গ) GST গুচ্ছের ভর্তি পরীক্ষার প্রত্যবেক্ষক (Invigilator) কর্তৃক স্বাক্ষরিত Admit Card।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!
(ঘ) অনলাইন হতে প্রিন্টকৃত ভর্তি ফরম (প্রয়োজনীয় স্বাক্ষরসহ);
(ঙ) ২ (দুই) কপি সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি ।
ভর্তির ওয়েবসাইট https://student.erp.jnu.ac.bd ও https://jnuadmission.com/preliminary