পদত্যাগের ঘোষণা প্রত্যাহার রাবি আইসিটি সেন্টারের পরিচালকের

রাবি প্রতিবেদক
০৫ জানুয়ারী ২০২৫, ১০:১১
শেয়ার :
পদত্যাগের ঘোষণা প্রত্যাহার রাবি আইসিটি সেন্টারের পরিচালকের

শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পোষ্য কোটা বাতিলের দাবি মানতে বাধ্য করার ঘটনাকে অপমানজনক দাবি করে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. সাইফুল ইসলাম। এর একদিন পরেই ঘোষণাটি প্রত্যাহার করলেন তিনি। 

গতকাল শনিবার মধ্যরাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা এক পোস্টে বিষয়টি জানান তিনি।

ওই পোস্টে অধ্যাপক ড. সাইফুল ইসলাম লিখেছেন, আমি মাননীয় উপাচার্য মহোদয়ের আহ্বানে সাড়া দিয়ে আইসিটি সেন্টারের পরিচালক পদ থেকে আমার পদত্যাগের ঘোষণা প্রত্যাহার করলাম। মান-সম্মান ইজ্জতের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহুতাআ'লা। মাননীয় ভিসি মহোদয় আমার ওপর যে আস্থা রেখেছেন, আমি যেন তার যথাযথ হক আদায় করতে পারি। আমিন। সবার কাছে দোয়া চাই।

এর আগে, শুক্রবার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা এক পোস্টে অধ্যাপক সাইফুল ইসলাম লিখেছিলেন, পোষ্য কোটা বাতিলের দাবিতে দুই শতাধিক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীকে (যাদের মধ্যে কয়েকজন নারী ও বয়োবৃদ্ধ অসুস্থ ছিলেন) সালাউদ্দিন আম্মারের নেতৃত্বে বহিরাগতদের দ্বারা টানা ১২ ঘন্টা খাঁচায় আবদ্ধ করে জিম্মি করে রাখা হয়েছে। গত দুই মাস যাবত আম্মারের মতো গুটিকয়েক ছাত্র অব্যাহতভাবে রাবির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও তাদের ফ্যামিলি নিয়ে অশালীন অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও কর্মসূচি পালন করে আসছে, তা কোনোক্রমেই মেনে নেয়ার মতো না। আমি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে এর তীব্র প্রতিবাদ করছি এবং এর ন্যায্য বিচার দাবী করছি।

তিনি আরও লিখেছিলেন, যে কায়দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দাবি মানতে বাধ্য করা হলো, প্রশাসনের একজন হিসেবে এই অপমান অপদস্তকে আমি মেনে নিতে পারছি না। আমি এর প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইসিটি পরিচালকের পদ থেকে পদত্যাগের ঘোষণা করছি। আগামী সপ্তাহের প্রথম কার্যদিবসে অফিসিয়ালি আমার পদত্যাগপত্র প্রশাসনের কাছে পাঠিয়ে দেওয়া হবে।