থার্টি ফার্স্ট নাইটে রাবিতে বহিরাগতদের প্রবেশ নিষেধ
ক্যাম্পাসের শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য "থার্টি ফার্স্ট নাইট" উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে অনুমতি ছাড়া বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ হয়েছে।
আজ মঙ্গলবার বিকাল ৫টা থেকে ১ জানুয়ারি সকাল আটটা পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে।
গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
তবে, আজ ৩১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের টি.এস.সি.সি. চত্ত্বরের পিঠার দোকানসমূহ বন্ধ থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এই উদ্যোগকে প্রশংসনীয় বলছেন শিক্ষার্থীরা। তবে নির্দিষ্ট একদিন নয়, সবসময়ের জন্য এই আইন চান তারা। এছাড়া এই উদ্যোগ কতটা কার্যকর হবে, সেটা নিয়েও সংশয় প্রকাশ করেছেন অনেক শিক্ষার্থী।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!
তারিফ হাসান মেহেদী নামে এক শিক্ষার্থী বলেন, ‘শুধু নোটিশ দিয়ে লাভ নেই। রাবির এতো এতো বিকল্প গেট আছে যে, ওরা চাইলে যেকোনো ভাবেই প্রবেশ করতে পারবে। তাই উচিত হবে প্রতিটি গেইটে স্টুডেন্ট কার্ড প্রদর্শন করিয়ে প্রবেশ করতে দেওয়া।’
আব্দুল আলিম বিশ্বাস নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘সন্ধ্যার পর ক্যাম্পাসে বিনা কারণে বহিরাগত লোকজন প্রবেশে নিষেধাজ্ঞা দিতে হবে।’