দোহায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন
আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২৪ ও জাতীয় প্রবাসী দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে বাংলাদেশ দূতাবাস, দোহা কর্তৃক যথাযোগ্য মর্যাদায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।
গত ১৮ ডিসেম্বর কাতারের আবুহামুরে অবস্থিত বাংলাদেশ এম এইচ এম স্কুল এন্ড কলেজের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান নাসির উদ্দিন-এর সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ মাশহুদুল কবীর। অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে তিনি বলেন, ‘দূতাবাসের শ্রমকল্যাণ উইং কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের কল্যাণ ও সেবায় সর্বদা নিয়োজিত রয়েছে।’
দিবস দুটি উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করে শুনানো হয়।
এরপর এ অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রেরিত প্রামাণ্যচিত্র ডিজিটাল স্ক্রীণ প্রদর্শন করা হয়।
এদিন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম দিবস দুটির তাৎপর্য তুলে ধরে তার বক্তব্যে বিজয়ের মাসে মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এছাড়াও গত জুলাই আগস্ট বিপ্লবে প্রবাসীদের অবদান ও ত্যাগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘প্রবাসে কর্মরত বাংলাদেশি নাগরিকগণ সংশ্লিষ্ট দেশের উন্নয়নে অবদান রাখার পাশাপাশি তাদের প্রেরিত রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে।’
একই সঙ্গে তিনি কাতারে বসবাসরত প্রত্যেক বাংলাদেশিকে দেশের ভাবমূর্তি বজায় রাখা, স্থানীয় আইন মেনে চলা এবং বৈধপথে রেমিটেন্স প্রেরণের বিষয়ে নিজে সচেতন থাকা এবং অন্যকে উৎসাহিত করার জন্য আহবান জানান।
আলোচনা অনুষ্ঠান শেষে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু কিশোরদের মাঝে পুরষ্কার বিরতরণ করা হয়।
আরও পড়ুন:
২৪ দিনে রেমিট্যান্স এল ১৪৯ কোটি ডলার
উক্ত অনুষ্ঠানে কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকগণ স্বত:স্ফূর্তভাবে অংশ নেন। এর পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন।