জাতীয় স্মৃতিসৌধে ইস্টার্ন ইউনিভার্সিটির শ্রদ্ধা

প্রেস বিজ্ঞপ্তি
১৭ ডিসেম্বর ২০২৪, ১২:৪৮
শেয়ার :
জাতীয় স্মৃতিসৌধে ইস্টার্ন ইউনিভার্সিটির শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষে ইস্টার্ন ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে অংশগ্রহণ করেন। এই ঐতিহাসিক দিনটিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।

জাতীয় স্মৃতিসৌধের র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকগণ শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং এক মিনিট নিরবতা পালন করেন। মুক্তিযুদ্ধের সাহসী যোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে দেশকে মুক্তির পথে এগিয়ে নিয়ে যাওয়া তাদের ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে একটি প্রার্থনা অনুষ্ঠানে অংশ নেয়, যেখানে দেশের অগ্রগতি এবং স্বাধীনতা রক্ষার জন্য সবার ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। বিজয় র‌্যালিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ডিন, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীসহ অনেকে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, বিজয় দিবসের এই কর্মসূচি আমাদের নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং জাতির জন্য শহিদদের অবদান সম্পর্কে আরও অবহিত করবে এবং দেশের প্রতি তাদের কর্তব্যপালন ও ভালোবাসা আরও গভীর হবে।