জার্মানিতে ভারতীয় হাইকমিশনের সামনে জার্মান বিএনপির বিক্ষোভ

জার্মানি প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২৪, ১১:৩৫
শেয়ার :
জার্মানিতে ভারতীয় হাইকমিশনের সামনে জার্মান বিএনপির বিক্ষোভ

বাংলাদেশে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ও প্রতিবেশী দেশটির বেশ কয়েকটি গণমাধ্যম ও সামাজিক প্ল্যাটফর্মে বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালানো এবং আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশকে ছোট করাসহ আগরতলায় বাংলাদেশ উপ হাইকমিশনে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে জার্মানির রাজধানী বার্লিনের ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে জার্মান বিএনপি, যুব-স্বেচ্ছাসেবক দলসহ কয়েকটি অঙ্গসংগঠন।

গতকাল সোমবার ১৬ ডিসেম্বর সকালে মহান বিজয় দিবসের দিনে ভারতবিরোধী বিক্ষোভের নেতৃত্ব দেন জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়া। এ সময় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল গনি সরকার, সহসভাপতি কাজী রেজাউল হক সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক মান্নান, বার্লিন বিএনপির সভাপতি মো. জসিম সিকদারসহ আরও অনেকে। 

এসময় প্রতিবাদ সভায় বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বলেন, ‘ভারতের বাংলাদেশ বিরোধিতা এমনকি বাংলাদেশের স্বার্বভৌমত্ব নিয়ে ভারতের নোংরা ষড়যন্ত্র যেকোন মূল্যে নস্যাৎ করে দেয়া হবে। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বিজয় অর্জন একান্তই বাংলাদেশের ভারতের দয়ায় নয়।’

তারা আরও বলেন, ‘ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। এদেশের সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছে অথচ ভারত বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতনের মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত করে যাচ্ছে যা অত্যান্ত নিন্দনীয়।’ বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারতের কোনও ফর্মুলাই কাজে লাগবেনা বলেও উল্লেখ করেন বক্তারা।

বিক্ষোভ সমাবেশে অন্যানদের মধ্যে আরও বক্তব্য রাখেন বিএনপির শীর্ষনেতা বাবুল বেপারি, আব্দুল কাদের, নিজাম দোকানদার, গিয়াস উদ্দিন, মাসরুল আলম বাবলী, আনহার মিয়া, মোসলেম উদ্দিন, যুব ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ প্রবাসী বাংলাদেশীরা। 

এ সময় ভারত বন্ধু না হয়ে যদি প্রভুর মত আচরণ করে তাহলে তার উচিৎ জবাব দেয়া হবে বলেও জানান সমাবেশকারীরা।