ফিলিপাইনে মহান বিজয় দিবস উদযাপন

প্রবাস ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২৪, ২০:৪৫
শেয়ার :
ফিলিপাইনে মহান বিজয় দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদায় ও আনন্দমুখর পরিবেশে মহান বিজয় দিবস- ২০২৪ উদযাপন করেছে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বিজয়ের ৫৩ বছর উদযাপন উপলক্ষে আজ সোমবার সন্ধ্যায় দূতাবাস প্রাঙ্গণে এক মনোরম অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ সকালে বাংলাদেশ ভবনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। এরপর সন্ধ্যা ৬টায় দূতাবাস প্রাঙ্গণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন শুরু হয়। বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে। এরপর পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। পরে দিবসটি উপলক্ষে পাঠানো রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করেন দূতাবাস কর্মকর্তারা পরে পররাষ্ট্র মন্ত্রণালয় হতে প্রাপ্ত ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত এফ. এম. বোরহান উদ্দিন শুরুতেই মহান মুক্তিযুদ্ধের লাখো শহিদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। সেই সঙ্গে তিনি স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী সকল মা-বোনদের, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন। একই সঙ্গে তিনি জুলাই-আগস্ট-২০২৪-এর বৈষম্যবিরোধী ছাত্র-শ্রমিক-জনতার আন্দোলনে নিহত সকল শহিদ, আন্দোলনে লড়াই করে আহতদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

দিবসটির গুরুত্ব ও তাৎপর্য বর্ণনা করে তিনি বলেন, ‘১৯৭১ সালে যেভাবে বাঙালি জাতি নিজেদের অধিকার অর্জনের জন্য শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল মহান মুক্তিযুদ্ধে, আজ ২০২৪ সালে ঠিক একইভাবে আমাদের নতুন প্রজন্ম সকল বৈষম্যকে চিরতরে বিলীন করবার জন্য আরো একবার রাস্তায় নেমেছিল।’

বিদেশের মাটিতে বাংলাদেশের সুনাম বৃদ্ধিতে প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন ইতিবাচক কার্যক্রমের তিনি প্রশংসা করেন। এরপর ফিলিপিনে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে একটি মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। পরিশেষে বাংলাদেশ এবং ফিলিপিনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরোও দৃঢ় করতে এবং দেশ ও জাতির উত্তরোত্তর উন্নতি ও সম্বৃদ্ধি কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি