সৌদি আরবে ওয়ার্ল্ড ট্রেড এক্সপোতে বাংলাদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণ

মো: জাহাঙ্গীর আলম হৃদয়,সৌদি আরব
১১ ডিসেম্বর ২০২৪, ১৩:২৮
শেয়ার :
সৌদি আরবে ওয়ার্ল্ড ট্রেড এক্সপোতে বাংলাদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণ

বাংলাদেশের দুটি প্রতিষ্ঠান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং এ ওয়ান কম্পোজিট লেদারওয়্যার (প্রাইভেট) লিমিটেড, জেদ্দা, সৌদি আরবে আয়োজিত ওয়ার্ড ট্রেড এক্সপোতে অংশগ্রহণ করেছে। আইকনিক ইন্টারন্যাশনাল ফর এক্সিবিশন এন্ড কনফারেন্স আয়োজিত এই এক্সপো ১০-১২ তারিখ পর্যন্ত জেদ্দা সেন্টার ফর এক্সিবিশন এন্ড ইভেন্টস- এ অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেদ্দার কনসাল জেনারেল মিয়া মো.মাইনুল কবির, কনসাল জেনারেল, কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পিএলসি শাখার চেয়ারম্যান  ওবায়েদ উল্লাহ আল মাসুদ, চেয়ারম্যান,আইকন ইন্টারন্যাশনাল ফর কনফারেন্স এর সিইও ওয়ালিদ ওয়াকেদ, এইচ এম এস লেদারের স্বত্বাধিকারী হাজি মো. শাহজাহান।

এ প্রদর্শনী চলবে প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত ।

কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা বলেন, এই অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর জন্য তাদের পণ্য ও পরিষেবা বিশ্বব্যাপী প্রদর্শন করার এবং সৌদি আরবের বাজারে সম্ভাব্য ব্যবসায়িক সহযোগিতা অন্বেষণের সুযোগ সৃষ্টি করবে।