সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন আর নেই
সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন মারা গেছেন। আজ রবিবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
সুপ্রিম কোর্টের এক শোকবার্তায় সাবেক এই প্রধান বিচারপতির মৃত্যুর খবর জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি বেশ কিছুদিন যাবৎ বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতার কারণে ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
সুপ্রিম কোর্ট জানায়, মরহুম সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের জানাজা আগামী ২৬ নভেম্বর বাদ জোহর বাংলাদেশ সুপ্রিম কোর্টের মূল ভবনস্থ ইনার কোর্ট ইয়ার্ডে অনুষ্ঠিত হবে। জানাজায় প্রধান বিচারপতিসহ বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা অংশ নেবেন।
আরও পড়ুন:
ভারত সফরে গেলেন প্রধান বিচারপতি
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঐতিহ্য অনুযায়ী সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের স্মৃতির প্রতি প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ রবিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচার কাজ বন্ধ থাকবে। তবে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির সব প্রশাসনিক কাজ চলমান থাকবে।
প্রয়াত সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন ১৯৪১ সালের ১ জুন লক্ষ্মীপুরের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬২ সালে রাষ্ট্রবিজ্ঞানে এম.এ. এবং ১৯৬৫ সালে এলএল.বি. ডিগ্রি অর্জন করেন। ১৯৬৬ সালে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান হাইকোর্টের আইনজীবী হিসেবে এবং পরবর্তী সময়ে ১৯৮১ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
দেশের ১৫তম প্রধান বিচারপতি হিসেবে ২০০৭ সালের ১ মার্চ যোগদান করেন রুহুল আমিন। ২০০৮ সালের ৩১ মে অবসরে যান তিনি।