আটকে গেল অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদীর জামিন

অনলাইন ডেস্ক
২১ নভেম্বর ২০২৪, ১২:৪৮
শেয়ার :
আটকে গেল অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদীর জামিন

হত্যা মামলায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার হাইকোর্টের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকারের লিভ টু আপিল (লিভ টু আপিল) দাখিল না করা পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানিয়েছেন আপিল বিভাগ।

এর আগে জুলাই-আগস্টের ঘটনায় হত্যার অভিযোগে করা মামলায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদীকে ৬ মাসের জামিন দেন হাইকোর্ট। তার আবেদনের শুনানি নিয়ে গত মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ওই দিন আদালতে আসামিপক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট রোকনুজ্জামান প্রিন্স ও নাজমুস সাকিব।

পরে জেড আই খান পান্না বলেন, মেহেদী হাসানের বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় তার কারামুক্তিতে বাধা নেই। তিনি এখন কেরানীগঞ্জ কারাগারে আছেন।

গত ২০ সেপ্টেম্বর সীমান্তপথে দেশ ছেড়ে পালাতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হন ব্যারিস্টার মো. মেহেদী হাসান চৌধুরী। পরে রাজধানীর আদাবর থানায় পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠায় পুলিশ।

মামলার বিবরণী থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আদাবরের হক সাহেবের গ্যারেজ এলাকায় নিহত হন পোশাক কারাখানার শ্রমিক রুবেল। এ ঘটনায় ২২ আগস্ট রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে আদাবর থানায় মামলাটি করেন। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাকিব আল হাসান ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদসহ ১৫৬ জনের নামসহ অজ্ঞাতপরিচয় আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়। 

৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে ৮ আগস্ট অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেন মেহেদী হাসান।