ডেঙ্গু আক্রান্ত হয়ে রুয়েটছাত্র নিলয়ের মৃত্যু
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ছাত্র মোহাম্মদ আবু জোবায়ের নিলয় মারা গেছেন। আজ বুধবার সকাল ১০টার দিকে রাজধানীর ধানমন্ডির পান্থপথে অবস্থিত স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিলয় রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। সাভারের ফুলবাড়িয়াতে অস্থায়ীভাবে পরিবারের সঙ্গে বসবাস করতেন তিনি।
জানা যায়, নিলয়ের পরিবারের সদস্যরাও ডেঙ্গুতে আক্রান্ত। নিলয় ও তার মা দুজনই ডেঙ্গুতে আক্রান্ত হলে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর নিলয়ের শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে। একপর্যায়ে রক্তের প্লাটিলেটের সংখ্যা অত্যধিক কমে যাওয়ায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। আজ সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিলয়ের সহপাঠীরা জানান, নিলয় রুয়েট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি শেষ করে বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত মরদেহ সাভার উপজেলার ফুলবাড়িয়াতে তার অস্থায়ী বাসায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। মৃতের জানাজা নামাজ ঠাকুরগাঁও জেলায় গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে।