হাতকড়া পরানো প্রসঙ্গে শাজাহান খান /
‘আমাদের অসম্মান করা হচ্ছে’
বৈষম্যবিরোধী আন্দোলনের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানসহ সাতজনকে আজ সোমবার আদালতে উপস্থিত করা হয়।এদিন গ্রেপ্তার দেখানোর শুনানির সময় হাতকড়া পরিয়ে আদালতে আনার মাধ্যমে তাদের অসম্মান করা হচ্ছে মর্মে প্রশ্ন তোলেন শাজাহান খান।
তিনি বলেন, ‘আমরা এখানে যারা আছি, তারা কেউ মন্ত্রী, কেউ এমপি, আইজিপি ছিলাম। আমাদের মোস্ট ওয়ান্টেড আসামিদের মতো হাতকড়া পরিয়ে আদালতে আনা হচ্ছে। আমরা কি পালিয়ে যাব? আমাদের অসম্মান করা হচ্ছে। আপনি (বিচারক) বিষয়টি দেখবেন।’
তখন বিচারক বলেন, ‘বিষয়টি দেখব।’ আসামি পক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন:
ভারত সফরে গেলেন প্রধান বিচারপতি
তবে এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, ‘আসামি শাজাহান খান মৌখিকভাবে আবেদন করেছিলেন। আদালত এ বিষয়ে কোনো আদেশ দেননি। আমরা বলেছি, তাদের সময়ে আমাদের নেতাকর্মীদের ডান্ডাবেড়ি পরিয়ে আনা হতো। এখন হাতকড়া ও হেলমেট শুধু তাদের নিরাপত্তার জন্য পরানো হয়।’
এদিন সকাল ৯টা ১০ মিনিটে আসামিদের ঢাকার চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত করা হয়। সাড়ে ৯টা ২৫ মিনিটের মধ্যে রাজধানীর তিন থানার পৃথক চার মামলায় সাতজনকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর আদালতের আদেশে তাদের কারাগারে পাঠানো হয়।
অন্যারা হলেন- সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ ও ডিজিএফআই এর রেজাউল করিম।