বাফুফে সভাপতি পদে ৫ ভোট পেলেন মিজানুর
বিপুল ভোটে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচিত হলেন সাবেক সহসভাপতি তাবিথ আউয়াল। নির্বাচনে মোট প্রদত্ত ১২৮ ভোটের ১২৩টিই পেয়েছেন তিনি। অন্যদিকে, তার প্রতিদ্বন্ধী দিনাজপুরের ফুটবল কোচ মিজানুর রহমান চৌধুরী পেয়েছেন পাঁচটি ভোট।
আজ শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা এ এ নির্বাচনের নির্বাচন কমিশনার মেজবাহউদ্দিন।
বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল আগামী ৪ বছরের জন্য নির্বাচিত হলেন। এর আগে বাফুফের সহসভাপতি হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন এই সাবেক ফুটবলার ও সংগঠক। গত নির্বাচনেও সহসভাপতি পদে প্রার্থী হয়ে হাড্ডাহাড্ডি লড়াই শেষে মহিউদ্দিন মহির কাছে হেরে যান তাবিথ।
আরও পড়ুন:
আর্জেন্টিনার হ্যাটট্রিকে উড়ে গেছে ব্রাজিল
আজ সকাল ১০টায় শুরু হওয়া কংগ্রেস শেষে নির্বাচন শুরু হয় দুপুর ২টায়। ভোট গ্রহণ চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আজ নির্বাহী কমিটির ২১টি পদের মধ্যে ২০টিতে নির্বাচন হয়। তরফদার রুহুল আমিন সরে দাঁড়ালে আগেই সহ-সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ইমরুল হাসান। সভাপতি পদে ২টি ছাড়াও সহ-সভাপতিতে ৪টি পদের বিনিময়ে নির্বাচন করেন ৬ জন ও ১৫টি সদস্য পদের বিপরীতে নির্বাচন করেন ৩৭ জন।
২০০৮ সালে প্রথমবারের মতো বাফুফের সভাপতি হওয়া সালাউদ্দিন টানা পঞ্চমবারের মতো বাফুফে সভাপতি হতে চেয়েছিলেন। কিন্তু সরকারের পটপরিবর্তনের পর তার এই আশা পূরণ হয়নি। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।আজ শনিবারই ছিল সালাউদ্দিনের শেষ কর্মদিবস। নির্বাচনের আগে বাফুফে কর্মীদের কাছ থেকে আনুষ্ঠানিক বিদায় নিয়েছেন সালাউদ্দিন।
আরও পড়ুন:
গণভবনে ডাক পেলেন আ. লীগের মনোনয়নপ্রত্যাশীরা