দৈনিক সংবাদের সম্পাদকের বিরুদ্ধে মামলা

আদালত প্রতিবেদক
২৩ অক্টোবর ২০২৪, ১৮:৫৯
শেয়ার :
দৈনিক সংবাদের সম্পাদকের বিরুদ্ধে মামলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ‘শিবিরপন্থী’ আখ্যা দিয়ে সংবাদ প্রকাশের ঘটনায় দৈনিক সংবাদের সম্পাদক ও আওয়ামী লীগের নেতা আলতামাশ কবিরসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে।

আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান হোসেনের আদালতে মামলার আবেদন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক ইমরান হোসেন। শুনানি শেষে বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার অন্য দুই আসামি হলেন সংবাদের প্রধান প্রতিবেদক সালাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহমুদ তানজীদ।

মামলায় অভিযোগ করা হয়েছে, গত ১১ অক্টোবর দৈনিক সংবাদ পত্রিকার শেষ পৃষ্ঠায় ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়: গোপনেই সব দখলে নিতে মরিয়া শিবির’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর শিবিরপন্থি সাংবাদিকরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয় দখল করেছেন। অথচ, প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সমিতির সদস্যরা কার্যক্রম চালাচ্ছেন। তাদের সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা নেই। ওই সংবাদে সাংবাদিকদের ‘শিবিরপন্থি’ আখ্যা দেওয়ায় ১০ কোটি টাকার মানহানি হয়েছে।