এআইসিএইচই'র বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করবে শাবিপ্রবি শিক্ষার্থী
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের শিক্ষার্থী খাইরুল ইসলাম তুহেল এআইসিএইচই স্টুডেন্ট অ্যাম্বাসাডর হিসেবে নির্বাচিত হয়েছেন। আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
খোঁজ নিয়ে জানা যায়, অ্যাম্বাসেডর হিসেবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে অনুষ্ঠিত হতে যাওয়া এআইসিএইচই বার্ষিক স্টুডেন্ট কনফারেন্সে অংশগ্রহণের সুযোগ পাবেন তুহেল। এই যাত্রায় যাবতীয় খরচ বহন করবে এআইসিএইচই কর্তৃপক্ষ।
প্রথমবারের মতো আন্তর্জাতিক কোন মঞ্চে প্রতিনিধিত্বের সুযোগ পেয়েছেন শাবিপ্রবির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের এ মেধাবী শিক্ষার্থী। শাবিপ্রবি এআইসিএইচই স্টুডেন্ট চ্যাপ্টার ২০২১ সালের জুলাই মাসে এআইসিএইচই এর সদস্যপদ লাভ করে। এই অর্জন শাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে এবং আন্তর্জাতিক পরিসরে প্রতিনিধিত্বের সুযোগ তৈরি হয়েছে।
নিজের অনুভূতি জানিয়ে তুহেল বলেন, আন্তর্জাতিক কোন মঞ্চে নিজের দেশ ও বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করতে পারা সৌভাগ্যের। আশা করছি এ অভিজ্ঞতা ভবিষ্যতে বৃহৎ পরিসরে কাজে লাগাতে পারব। তাই সকলের কাছে দোয়া চাইলেন তিনি।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!