সঠিক চিকিৎসা না পাওয়া অভিযোগ করলেন শাহরিয়ার কবির
আদালতে সঠিক চিকিৎসা না পাওয়ার অভিযোগ করলেন একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। আজ রবিবার ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলার রিমান্ড শুনানিকালে তিনি এ অভিযোগ করেন।
এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় যুবক রফিকুল ইসলাম হত্যা মামলায় এ আসামির ৫ দিনের রিমান্ড আবেদনের শুনানির তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
আরও পড়ুন:
ভারত সফরে গেলেন প্রধান বিচারপতি
রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানিতে বলেন, 'এই মামলায় শাহরিয়ার কবির এজাহারভুক্ত ৩৯ নং আসামি। আসামিদের নির্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানো হয়। এতে অনেক শিক্ষার্থী আহত হয়। নিহত হয় রফিকুল ইসলাম। এই আসামি একজন নাস্তিক। মুসলমানদের বিরুদ্ধে উনি অনেক কথা বলেছেন। নাস্তিকেরা আবার আওয়ামী লীগ সরকারকে পছন্দ করতেন। আওয়ামী লীগ সরকারও নাস্তিকদের ভরণ-পোষণ করে। তাদের বিরুদ্ধে কেউ কথা বললে তারা আবার রুখে দাঁড়াতেন। তিনি এই হত্যার সঙ্গে জড়িত। মামলার তদন্তের স্বার্থে প্রকৃত রহস্য উদঘাটনের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করছি।'
এরপর আসামি পক্ষের আইনজীবী শ্রী প্রাণনাথ রিমান্ড বাতিল চেয়ে জামিন শুনানিতে বলেন, 'আসামির বিরুদ্ধে মামলায় সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তিনি একজন শিক্ষক, কলামিস্ট। সারাজীবন শিক্ষকতা করেছেন। আসামির হার্টের সমস্যা, ডায়াবেটিস, পায়ে রড লাগানো। তিনি অসুস্থ ব্যক্তি। যেহেতু তিনি অসুস্থ, তাই এ মামলার জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হলে তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করতে পারে।'