৪৩তম বিসিএসে ২০৬৪ জনকে নিয়োগ

চাকরি ডেস্ক
১৬ অক্টোবর ২০২৪, ১০:৪৬
শেয়ার :
৪৩তম বিসিএসে ২০৬৪ জনকে নিয়োগ

৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ২ হাজার ৬৪ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার এ গেজেট প্রকাশ করা হয়।

ক্যাডার পদের মধ্যে সর্বোচ্চ শিক্ষা ক্যাডারে ৮০৩ জন, প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, কর ক্যাডারে ১০১ জন, তথ্য ক্যাডারে ৪৩ জন এবং সহকারী ডেন্টাল সার্জনে ৭৫ জনকে সুপারিশ করা হয়। কিন্তু প্রজ্ঞাপনে বাদ পড়েছেন ৯৯ জন। আর প্রশাসন ক্যাডারে নিয়োগ পেয়েছেন ২৯৩ জন।

উল্লেখ্য, এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ২০২০ সালের ৩০ নভেম্বর। প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২১ সালের ২৯ অক্টোবর। ফলাফল প্রকাশিত হয় ২০২২ সালের ২০ জানুয়ারি। এতে উত্তীর্ণ হন ১৫ হাজার ২২৯ জন। এর মধ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৯ হাজার ৮৪১ জন। ২০২৩ সালের ২৬ ডিসেম্বর ২ হাজার ১৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করে পিএসসি। কিন্তু দীর্ঘ ১০ মাসেও চূড়ান্ত নিয়োগ না হওয়ায় সুপারিশপ্রাপ্তরা গেজেট প্রকাশের দাবি জানিয়ে আসছিলেন।