সিলেট শিক্ষাবোর্ড শীর্ষে, পিছিয়ে ময়মনসিংহ

অনলাইন ডেস্ক
১৫ অক্টোবর ২০২৪, ১২:২৪
শেয়ার :
সিলেট শিক্ষাবোর্ড শীর্ষে, পিছিয়ে ময়মনসিংহ

প্রকাশিত হয়েছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। এ বছর পাসের হারে শীর্ষে রয়েছে সিলেট শিক্ষাবোর্ডে। অপরদিকে, পাসের হারে সর্বনিম্ন অবস্থানে রয়েছে ময়মনসিংহ শিক্ষাবোর্ডে।

আজ মঙ্গলবার ফলাফল প্রকাশের পর এ তথ্য জানা গেছে।

প্রকাশিত ফলে জানা যায়, সর্বোচ্চ সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ৩৯ শতাংশ। আর সর্বনিম্ন ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৩ দশমিক ২২ শতাংশ।

এছাড়া ঢাকা শিক্ষাবোর্ডে পাসের হার ৭৯ দশমিক ২১ শতাংশ, চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৭০ দশমিক ৩২ শতাংশ, বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৮৫ শতাংশ, রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার ৮১ দশমিক ২৪ শতাংশ, কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৭১ দশমিক ১৫ শতাংশ, যশোর শিক্ষাবোর্ডে পাসের হার ৬৪ দশমিক ২৯ শতাংশ ও দিনাজপুর শিক্ষাবোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৫৬ শতাংশ।

এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। আর এইচএসসি নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৫৬ শতাংশ।