রাতেই মুক্তি পাচ্ছেন সাবের হোসেন চৌধুরী
ছয় মামলায় জামিন পেয়েছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। মামলা ছয়টির দুটি রাজধানীর পল্টন থানার এবং চারটি খিলগাঁও থানার। আজ মঙ্গলবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।
জানা গেছে, সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে আর মামলা না থাকায় রাতেই তিনি ঢাকার সিএমএম আদালতের হাজতখানা থেকে মুক্ত পেতে পারেন।
আইনজীবী মোর্শেদ হোসেন শাহীন সংবাদমাধ্যমকে জানান, ছয় মামলায় জামিন আদেশের ফলে কারাগার থেকে মুক্তি পেতে সাবের হোসেন চৌধুরীর এখন কোনো আইনি বাধা থাকল না।
এর আগে গতকাল সোমবার সাবেক এই মন্ত্রীকে আদালতে হাজির করে পল্টন থানার একটি হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ ছাড়া জামিন হওয়া চার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পাঁচ দিন রিমান্ডে এক দিন শেষ হওয়ার আগেই আজ মঙ্গলবার তাকে অসুস্থতাজনিত কারণে আদালতে হাজির করা হয়।
গতকাল রিমান্ডের আদেশ হওয়ার পর বিকেল সাড়ে ৪টার দিকে সাবের হোসেন চৌধুরীর সিএমএম আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হয়। ওই সময় সিএমএম আদালতের গেটে পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর পঁচা ডিম নিক্ষেপ করেন। এ সময় আদালতের বারান্দা থেকেও ডিম নিক্ষেপ করা হয়। সেনাবাহিনী ও পুলিশের ব্যারিকেড ভেঙে কয়েকজন বিক্ষোভকারী সাবের হোসেনের ওপর হামলা চালানোর চেষ্টা করেন। পেছন থেকে একজনকে সাবের হোসেনকে চড় মারতেও দেখা যায়। এ সময় পুলিশসহ আসামিরা দৌড়ে সিএমএম আদালতের হাজতখানায় প্রবেশ করেন। ডিম এসে পড়ে কয়েকজন পুলিশ সদস্যের ওপরও।
আরও পড়ুন:
ভারত সফরে গেলেন প্রধান বিচারপতি