রিমান্ড চলাকালেই জামিন পেলেন সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী

অনলাইন ডেস্ক
০৮ অক্টোবর ২০২৪, ১৭:০৯
শেয়ার :
রিমান্ড চলাকালেই জামিন পেলেন সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী রিমান্ড চলাকালেই জামিন পেয়েছেন। রাজধানীর খিলগাঁও থানার চারটি ও পল্টন মডেল থানার একটি মামলায় তাকে জামিন দিয়েছেন আদালত। মামলা পাঁচটির তিনটি হত্যা ও দুটি হত্যাচেষ্টার।

আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পাঁচটি মামলায় তার জামিন মঞ্জুর করেন।

এর আগে গত রবিবার সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। মকবুল নামের এক বিএনপিকর্মী নিহতের মামলায় গতকাল সোমবার সাবের হোসেন চৌধুরীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাচান তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। অপরদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক তার জামিন আবেদন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিএনপিকর্মী হত্যা মামলায় রিমান্ড শেষে পাঁচ দিন পর সাবের হোসেন চৌধুরীকে আদালতে নিয়ে আসার কথা ছিল। কিন্তু রিমান্ডের পরের দিনই তাকে আদালতে নিয়ে আসা হয়। ওই মামলায় আজ বিকেল সোয়া ৫টার দিকে তার জামিন শুনানি শুরু হয়। কয়েক মিনিট শুনানি শেষে আদালত তাকে জামিন দেন।

আদালত সূত্রে জানা গেছে, পাঁচটি মামলায় জামিন পাওয়ায় সাবের হোসেন চৌধুরীর মুক্তি পেতে আর বাধা থাকল না।

ওই মামলার এজাহারে বলা হয়, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির এক দফা দাবির আন্দোলন ঘিরে সারাদেশের নেতাকর্মীরা যখন জড়ো হতে থাকেন, তখন আসামিরা বিএনপির সমাবেশ পণ্ড করার সিদ্ধান্ত নেন। ২০২২ সালের ৭ ডিসেম্বর অজ্ঞাতনামা ৫০০ থেকে ৬০০ জন আসামি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ত্রাসের রাজত্ব কায়েম করেন। আসামিরা বিএনপি অফিসে প্রবেশ করে ভাঙচুর করেন। বিএনপি কার্যালয়ে থাকা নেতাকর্মীদের লাঠিচার্জ ও গুলি করেন। এ সময় মকবুল নামে বিএনপির এক কর্মী আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি হত্যা মামলা করা হয়।