উচ্চশিক্ষায় রাশিয়ান সরকারের বৃত্তির সুযোগ

নিজস্ব প্রতিবেদক
০৮ অক্টোবর ২০২৪, ০৯:১০
শেয়ার :
উচ্চশিক্ষায় রাশিয়ান সরকারের বৃত্তির সুযোগ

বাংলাদেশি শিক্ষার্থীদের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ব্যাচেলর, স্পেশালিটি ডিগ্রি, মাস্টার্স, রেসিডেন্সি প্রশিক্ষণ ও পিএইচডি কোর্সে ১২৪টি বৃত্তি দেবে রাশিয়া। গতকাল সোমবার থেকে বৃত্তির জন্য আগামী বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

আবেদন করার আগে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও মার্কশিট / ট্রান্সক্রিপ্টের মূল এবং ফটোকপি অবশ্যই বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রাণালয় থেকে সত্যায়িত থাকতে হবে এবং পাসপোর্ট অবশ্যই ২০২৫ সালের সেপ্টেম্বর মাস থেকে পরবর্তী ১৮ মাসের বেশি মেয়াদ থাকতে হবে। 

এই লিংকে ঢুকে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন সম্পন্ন হলে অনলাইন আবেদনের কপিসহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও নম্বর পত্রের সত্যায়িত কপি, পাসপোর্টের ফটোকপি, চিকিৎসা সনদপত্র (হেপাটাইটিস এ বি সি, যক্ষ্মা এবং এইচআইভি অনুপস্থিতি রিপোর্ট), ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণে প্রার্থীর সম্মতিপত্র ও একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি রাশিয়ান হাউস ইন ঢাকার শিক্ষা বিভাগে জমা দিতে হবে। রাশিয়ান হাউসে আবেদন পত্র জমা দেওয়ার সময় রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত।

এ ছাড়া বৃত্তি নিয়ে আগামী ৯ অক্টোবর রাশিয়ান হাউস ইন ঢাকায় 'রাশিয়ায় উচ্চশিক্ষা' বিষয়ক একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। বৃত্তি নিয়ে বিস্তারিত জানতে চাইলে শিক্ষার্থীরা সেখানে অংশ নিতে পারবে।