সাবের হোসেন চৌধুরীর ১০ দিনের রিমান্ড আবেদন

আদালত প্রতিবেদক
০৭ অক্টোবর ২০২৪, ১২:৪০
শেয়ার :
সাবের হোসেন চৌধুরীর ১০ দিনের রিমান্ড আবেদন

সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। ছবি: সংগৃহীত

দুই বছর আগে বিএনপির কর্মী মকবুলের মৃত্যুর মামলায় সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

আজ সোমবার মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার সাব-ইন্সপেক্টর নাজমুল হাচান আদালতে এই রিমান্ড আবেদন পাঠিয়েছেন।

দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামির উপস্থিতিতে এই রিমান্ড আবেদনের উপর শুনানি হবে।

এর আগে ৬ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচী ঘোষণা করে বিএনপি। তা আগেই ওই বছর ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালায়। কার্যালয়ে ভাংচুর চালায়। এর পাশে অবস্থানরত হাজার হাজার নেতাকর্মীর ওপর হামলা চালায়। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান।

সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগের বিগত সরকারে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। ওই দিনই দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। সরকার পতনের পর থেকে বিগত সরকারের উপদেষ্টা, মন্ত্রী, সংসদ সদস্য, পুলিশের সাবেক আইজিপি, আওয়ামী লীগের প্রভাবশালী নেতাসহ শীর্ষ পর্যায়ের অন্তত ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।