মুচলেকায় জামিন পেলেন সাবেক এমপি আউয়াল
রাজধানীর কলাবাগান থানার একটি প্রতারণা মামলায় জামিন পেলেন লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাগীব নূর শুনানি শেষে আপসের শর্তে এক হাজার টাকা মুচলেখাকায় এই জামিন মঞ্জুরের আদেশ দেন। এই মামলায় জামিন হওয়ায় এম এ আউয়ালের কারা মুক্তিতে বাধা নেই বলে জানা গেছে।
আজ মামলাটিতে এম এ আউয়ালকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) সুলতানউদ্দিন খান। শুনানিকালে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। পরে মামলার বাদী রাজীব কায়সার আদালতে হাজির হয়ে বলেন, ‘আমাদের মধ্যে আপস হয়ে গেছে। তিনি জামিন পেলে আপত্তি নেই।’ শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন।
এর আগে গত ২৫ সেপ্টেম্বর রাজধানীর কলাবাগান থানা এলাকা থেকে এম এ আউয়ালকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন:
ভারত সফরে গেলেন প্রধান বিচারপতি
মামলার অভিযোগ থেকে জানা যায়, সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালের প্রতিষ্ঠান হ্যাভেলি প্রপাটি ডেভেলপার লিমিটেড থেকে রাজীব কায়সার ২৬ লাখ টাকা মূল্যের একটি জমি ক্রয় করার জন্য চুক্তি করেন। পরে মিরপুর রেজিট্রি অফিসে গিয়ে তা দলিল করেন। মামলার বাদী ভূমি অফিসে খাজনা পরিশোধ করতে গেলে দেখেন, এ নামে কোনো জমি নেই। রাজীব টাকার জন্য চাপ দিলে তিনটি চেক প্রদান করা হয়। চেকের টাকা নগদায়ন করতে গেলে চেক ডিজঅনার হয়। পরে রাজীব টাকা চাইলে তাকে হত্যার হুমকি দেন আসামি। এই ঘটনায় গত ১৮ সেপ্টেম্বর রাজীব কায়সার বাদী হয়ে এ মামলা করেন।
উল্লেখ্য, রাজধানীর পল্লবীতে সন্তানের সামনে প্রকাশ্যে শাহিন উদ্দিন নামের এক ব্যবসায়ী যুবককে কুপিয়ে হত্যা মামলায়ও তিনি আসামি। সে মামলায় গ্রেপ্তার হয়ে তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন।