কারাগারে কাজী জাফর উল্লাহ

আদালত প্রতিবেদক
২২ সেপ্টেম্বর ২০২৪, ১৯:২০
শেয়ার :
কারাগারে কাজী জাফর উল্লাহ

রাজধানীর পল্টন থানার এক মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রবিবার মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) তন্ময় কুমার বিশ্বাস তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্যাহ শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আবেদনে বলা হয়, গত ১৮ সেপ্টেম্বর রাতে গুলশানের বাসা থেকে জাফর উল্যাহকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে নিয়ে আসার সময় শারীরিকভাবে অসুস্থ্যতা বোধ করলে তাকে সু-চিকিৎসার জন্য থাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলের কর্তব্যরত ডাক্তার পরীক্ষা শেষে আসামিকে দ্রুত জাতীয় হৃদরোগ হাসপাতালের সিসিইউতে ভর্তির পরামর্শ প্রদান করেন। সে মোতাবেক আসামিকে সেখানে ভর্তি করা হয়।

চিকিৎসা শেষে তাকে আজ আদালতে উপস্থাপন করা হয়েছে। তিনি মামলার এজাহার নামীয় আসামি। তিনি এ মামলার জড়িত থাকার বিষয়ে প্রাথমিক সভ্যতা পাওয়া যায়। তাই মামলার সুষ্ঠ তদন্ত ও নায় বিচারের স্বার্থে আসামিকে বিচার শেষ না হওয়া পর্যন্ত জেল হাজতে আটিক রাখা প্রয়োজন। ভবিষাতে মামলার প্রয়োজনে আসামির রিমান্ড আবেদন করা হতে পারে। তাই আসামির জামিনের তীব্র বিরোধীতা করা হয়েছে।

কাজী জাফর উল্লাহ ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে তৎকালীন ফরিদপুর-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরে ২০১৪ ও ২০১৮ সালে ফরিদপুর-৪ আসনে নৌকা প্রতীক নিয়ে স্বতন্ত্রপ্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সনের কাছে হারেন তিনি। সবশেষ ২০২৪ সালের নির্বাচনেও নিক্সনের কাছে পরাজিত হন।