ড. ইকবালকে ক্যাম্পাস থেকে বের করে দিলেন শিক্ষার্থীরা
নানা দুর্নীতির দায়ে অভিযুক্ত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষক ড. ইকবাল কবির জাহিদকে অবরুদ্ধ করে তাকে ক্যাম্পাস ছাড়তে বাধ্য করেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাডেমিক ভবনের সামনে ড. ইকবালকে অবরুদ্ধ করা হয়। পরে তাকে ক্যাম্পাস ছাড়তে বাধ্য করেন সাধারণ শিক্ষার্থীরা।
জানা গেছে, আজ বিশ্ববিদ্যালয়ের অনুজীববিজ্ঞান বিভাগের এক অনুষ্ঠানে ড. ইকবাল কবির জাহিদ অংশ নেন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র্যালি করেন। তখন সাধারণ শিক্ষার্থীরা তাকে দেখে ক্ষুদ্ধ হন। এরপর তাকে অবরুদ্ধ করেন। এ সময় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তিনি শিক্ষক ডর্মিটরিতে আশ্রয় নেন। পরে শিক্ষার্থীরা ১৫ মিনিটের আল্টিমেটাম দিলে তিনি বিশ্ববিদ্যালয় প্রক্টরের নিরাপত্তায় ক্যাম্পাস থেকে চলে যান।
এ বিষয়ে কেমিকৌশল বিভাগের শিক্ষার্থী সাদেকা শাহানি উর্মি বলেন, ‘আমাদের উপাচার্য যেদিন পদত্যাগ করে তখন ড. ইকবাল কবির জাহিদকে অবাঞ্চিত ঘোষণা করা হয়। তাকে বলা হয় তিনি যেন আর ক্যাম্পাসে প্রবেশ না করেন। তারপরেও তিনি অবাধে চলাফেরা করছিলেন। তাকে প্রশাসনের মাধ্যমে আমরা একটি চিঠিও প্রদান করি। তারপরও আজকে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের প্রোগ্রামে তাকে দেখে শিক্ষার্থীরা আর সহ্য করতে পারেনি। পরবর্তীকালে অবাঞ্চিত ঘোষণার পরিপ্রেক্ষিতে থাকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়।’
এ বিষয়ে যবিপ্রবির প্রক্টর ড. আমজাদ হোসেন বলেন, ‘অবাঞ্চিত ঘোষণা করায় ও শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ও নীল দলের সভাপতি ড. ইকবাল কবির জাহিদকে আমি বিশ্ববিদ্যালয়ের গাড়ি দিয়ে মেইন গেইট পর্যন্ত পৌঁছে দিয়ে এসেছি। তার সঙ্গে কথা বলা হয়েছে, সে চলে যেতে সম্মতি জানায় এবং তার সম্মতিতেই তাকে এগিয়ে দিয়ে আসি।’
জানা গেছে, নানাবিধ দুর্নীতি, নীল দলের সভাপতি, সাবেক উপাচার্যের আস্থাভাজনসহ অসংখ্য অভিযোগের কারণে শিক্ষার্থীরা তাকে অবাঞ্চিত ঘোষণা করেন।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!