হত্যা মামলায় শাহরিয়ার কবিরের ১০ দিনের রিমান্ড আবেদন
হত্যা মামলায় একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরের ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়।
আজ মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. পায়েল হোসেন এ আবেদন করেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে।
এর আগে সোমবার দিবাগত রাতে রাজধানীর বনানীর বাসা থেকে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুন:
ভারত সফরে গেলেন প্রধান বিচারপতি
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. মোবারক হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শাহরিয়ার কবিরের বিরুদ্ধে থাকা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মসূচিতে গণহত্যা ও লাশ গুম করার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় করা আবেদনে অভিযুক্তের তালিকায় শাহরিয়ার কবিরের নাম রয়েছে।