ভিসি চেয়ে বেরোবি শিক্ষার্থীদের আল্টিমেটাম
৫ কর্মদিবসের মধ্যে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ভিসি চেয়ে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসির কাছে আল্টিমেটাম দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ গেটে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ আল্টিমেটাম দেওয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে নির্বাচিত ক্লাস প্রতিনিধিরা।
এসময় সাধারণ শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয় জন্য যোগ্য, মেরুদণ্ড সম্পন্ন এবং বিশ্বমানের পাঠ-পরিকল্পনার সঙ্গে সংযুক্ত এমন একজনকে ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ দিতে হবে।’
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!
এছাড়াও আগামী দিনগুলোতে শিক্ষার গুনগত মান ও পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের কাছে দাবি ও প্রত্যাশা রাখেন তারা।