‘আমি ভয়ে সমন্বয়ক পরিচয় দিছি’ /
হেলপারের কাছে মাফ চাইলেন সেই শিক্ষার্থী
সম্প্রতি রাজধানীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ১৪ তম ব্যাচের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তৌসিফ শাকিল সহ-সমন্বয়ক পরিচয়ে বাসের হেলপারকে মারধর করে। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। এ ঘটনায় জবির ওই শিক্ষার্থী তোপের মুখে পড়ায় গতকাল ৩ সেপ্টেম্বর রাতে ওই হেলপারের কাছে ক্ষমা চেয়েছেন
ভিডিওতে দেখা যায়, একটি বাসের হেলপারকে মারধর করছেন শাকিল। এ সময় তিনি বলছেন, ‘আমাকে চিনিস, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ-সমন্বয়ক।’ এক মিনিট ৭ সেকেন্ডের ভিডিওতে পুরোটা সময়জুড়ে মারমুখী অবস্থায় ছিলেন শাকিল।
তবে গতকাল রাতে ওই বাসের হেলপার ও চালকের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। ফেসবুকের একটি ভিডিওতে দেখা যায়, সহ সমন্বয়কের ভুয়া পরিচয় দেওয়া শাকিল বলছেন, ‘আমি রাগের মাথায় সব কইরা ফেলাইছি। আমি অনেক ভীত-সন্ত্রষ্ট। আমি কাল রাত হতে ঘুমাতে পারছি না খাইতে পারছি না। আমার শরীর কাঁপতেছে। আমি বিভিন্ন জায়গা থেকে থ্রেট পাইতেছি। আমার সাথে কোনো রাজনৈতিক পরিচয় নেই৷ আমি আপনাদের সাথে অনেক খারাপ আচরণ করে ফেলছি। আমি ভয়ে একটা পরিচয় দিয়ে ফেলছি। আমারে মাফ করে দেন।’
এ সময় সেই বাসের হেলপার বলেন, ‘সে একটা ভুল করে ফেলছে। এখন সে তার ভুল বুঝতে পারছে। তাই তাকে মাফ করে দিছি। আমরা যেহেতু পড়ালেখা করতে পারিনি, তাই সে যেন পড়ালেখা করে বড় কিছু করতে পারে তাই তারে মাফ করে দিছি।’
এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সহ-সমন্বয়ক নামে কখনোই কোনো পদ ছিল না বলে জানিয়েছেন আন্দোলনে নেতৃত্ব দেওয়া একাধিক সমন্বয়ক। গত ২৯ জুলাই ২৭ সদস্যবিশিষ্ট যে সমন্বয়ক পরিষদ়ক পরিষদ গঠন করা হয় তাতেও নাম নেই এই শাকিলের।