পদত্যাগ করলেন রুয়েট উপাচার্য

রাজশাহী ব্যুরো
০১ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৪৩
শেয়ার :
পদত্যাগ করলেন রুয়েট উপাচার্য

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য মো. জাহাঙ্গীর আলম পদত্যাগ করেছেন। গতকাল শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের আচার্য বরাবর তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। আজ রবিবার সকালে রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জানিয়েছেন, পারিবারিক কারণ দেখিয়ে রুয়েট উপাচার্য পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রটি তিনি বিশ্ববিদ্যালয়ের আচার্য বরাবর জমা দিয়েছেন। একটি কপি তিনিও পেয়েছেন। এখন বিধি অনুযায়ী রুয়েট ডিনদের মধ্যে থেকে জ্যেষ্ঠ কেউ ভারপ্রাপ্ত হিসেবে উপাচার্যের দায়িত্ব পালন করতে পারবেন।

এর আগে গত বছরের ১৩ আগস্ট চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. জাহাঙ্গীর আলমকে চার বছরের জন্য রুয়েট উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।