স্ত্রীসহ নৌ-পরিবহন অধিদপ্তরের সাবেক প্রকৌশলীকে কারাগারে প্রেরণ
অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় আসামি নৌ-পরিবহন অধিদপ্তরের সাবেক চিফ ইঞ্জিনিয়ার ও শিপ সার্ভেয়ার ড. এস এম নাজমুল হক এবং তার স্ত্রী সাহেলা নাজমুলের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার এ আসামিরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারক ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।
এর আগে গত ৩১ জুলাই এ মামলায় দুদকের আবেদন এই আদালত আসামিদের দেশত্যাগের উপর নিষেধাজ্ঞার আদেশ দেন।
আরও পড়ুন:
ভারত সফরে গেলেন প্রধান বিচারপতি
দুদকের উপ-পরিচালক মো. হাফিজুল ইসলাম জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে ২০২৩ সালের ৩০ জুলাই আসামিদের বিরুদ্ধে এ মামলা করেন।
মামলায় বলা হয়, নৌ-পরিবহন অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার ড. এস এম নাজমুল হক চাকরিতে থাকা অবস্থায় ঘুষ ও দুর্নীতির মাধ্যমে আয়ের অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা ও নিয়ন্ত্রণ গোপন করার জন্য স্ত্রী সাহেলা নাজমুলের নামে পরিচালিত বিভিন্ন ব্যাংক হিসাব, ব্যবসা প্রতিষ্ঠান ও যৌথ মূলধনি প্রতিষ্ঠানে বিনিয়োগ দেখান। এতে তিনি অবৈধ আয়ের হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করে দণ্ডবিধির ১০৯ ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) ও ৪ (৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এ অপরাধে ড. নাজমুল ও তার স্ত্রী সাহেলা নাজমুলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬ (২), ২৭ (১), দণ্ডবিধি ১০৯ ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪ (২) ও ৪(৩) ধারায় মামলাটি দায়ের করা হয়। তাদের বিরুদ্ধে দুই কোটি ৬৪ লাখ ৭১ হাজার ১৩১ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।