বন্যাত্রাণে ঢাকা থিয়েটার ও গ্রাম থিয়েটার

অনলাইন ডেস্ক
২৫ আগস্ট ২০২৪, ১৯:২৫
শেয়ার :
বন্যাত্রাণে ঢাকা থিয়েটার ও গ্রাম থিয়েটার

বাংলাদেশ গ্রাম থিয়েটার ও ঢাকা থিয়েটার বলেশ্বর, পয়াত, শিমরা সদর উপজেলা পালপাড়া বুড়িচং কুমিল্লা, বন্যাত্রাণ কার্যক্রম শুরু করেছে। 

গতকাল শনিবার থেকে এ কার্যক্রম শুরু হয়।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ অঞ্চলে বানভাসী মানুষের মাঝে চিঁড়, গুড়, মুড়ি, সুপেয় পানি, গ্যাস লাইটার, মোমবাতির ইত্যাদি বিতরণ করা হয়। 

বুড়িরচং মূল সড়ক থেকে পানিতে নিমজ্জিত প্রত্যন্ত অঞ্চলে এসব শুকনো খাবার সম্পূর্ণ পানিবন্দি মানুষের কাছে পৌঁছে দেয়া হয়। যারা গত দুদিন সম্পূর্ণ অনাহারে ছিল। আজ ও ত্রাণ কার্য চলছে।

আগামীকাল সোমবার বুড়িরচং উপজেলার সোনাইসার ভবানীপুর কোশাইয়াম রামনগর গ্রামে বন্যা কবলিত এলাকায় ‘হসপিস’র সহযোগিতায় ত্রাণ কার্য চালানো হবে।