আমরা তো এমন বাংলাদেশেরই স্বপ্ন দেখি: আজহারী
মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
বন্যার্ত মানুষকে সহযোগিতা করার জন্য গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এই কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়েছে। সেখানে ত্রাণ পৌঁছে দিতে হাজারো মানুষের ঢল নেমেছে।
ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন টিএসসিতে ত্রাণ দিতে যাচ্ছেন। তা দেখে অনেকেই অনুপ্রাণিত হচ্ছেন।
আজ শনিবার বেলা ১১টার পর নিজের ফেসবুক আইডিতে টিএসসির ত্রাণ কর্মসূচি নিয়ে পোস্টে করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, বিকেলের ঝালমুড়ি আর ফুচকা যাদের মিস হয় না, বাসে হাফ ভাড়ার জন্য যারা তর্ক জুড়ে দেয়, সেই ছাত্রছাত্রীরা আজ তাদের পুরো মাসের হাত খরচটা অবলীলায় দিয়ে দিচ্ছে টিএসসির ত্রাণ তহবিলে। মাশাআল্লাহ! আমরা তো এমন বাংলাদেশেরই স্বপ্ন দেখি।
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই উদ্যোগে গণত্রাণ কর্মসূচিতে শামিল হতে নগদ অর্থ প্রদান ছাড়াও কেউ মুড়ি-চিড়া কিংবা বিস্কুটসহ শুকনো খাবার নিয়ে আসছেন। স্বেচ্ছাসেবকেরা সেগুলো হাতে কিংবা কাঁধে করে টিএসসির অভ্যন্তরীণ ক্রীড়াকক্ষে জমা করছেন। এছাড়াও অনলাইন-অফলাইনে চলছে ত্রাণ সংগ্রহ।
আরও পড়ুন:
কোন সময় দোয়া করলে বেশি কবুল হয়?