৮ দিনের রিমান্ডে জিয়াউল আহসান
চাকরিচ্যুত মেজর জেনারেল জিয়াউল আহসান। ফাইল ছবি
রাজধানীর নিউমার্কেটের পাপোস দোকানি শাহজাহান আলী (২৪) হত্যা মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ৮ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব শুনানি শেষে এ রিমান্ড আদেশ দেন।
নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) সজিব মিয়া এ আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করেন। তবে আসামি জিয়াউল আহসানের পক্ষের আইনজীবী নাজনীন নাহার রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে জিয়াউল আহসানের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ আগে আজ বিকেল ৪ টা ৫০ মিনিট ডিবি পুলিশের একটি মাইক্রোবাস তাকে নিয়ে আদালতে পৌঁছায়।
আরও পড়ুন:
ভারত সফরে গেলেন প্রধান বিচারপতি
একই মামলায় গত বুধবার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গত বৃহস্পতিবার দিবাগত রাতে জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক (ডিজি) থাকাকালে গত ৬ আগস্ট তাকে সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। জিয়াউল আহসানের আসামির বিরুদ্ধে অসংখ্য লোকের ফোনে আড়িপাতা ও গুমের অভিযোগও রয়েছে।