‘রাজপথ থেকে প্রধান বিচারপতি, পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা’

অনলাইন ডেস্ক
১২ আগস্ট ২০২৪, ১৪:১৪
শেয়ার :
‘রাজপথ থেকে প্রধান বিচারপতি, পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা’

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে উদ্দেশ করে নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘এ ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল। রাজপথ থেকে প্রধান বিচারপতি। এ জন্য আমরা গর্বিত।’

আজ সোমবার আপিল বিভাগের এজলাস কক্ষে নবনিযুক্ত প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেওয়ার পর সাংবাদিকদের অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে দেশের বিচার বিভাগে যে সিন্ডিকেট চলে আসছে তা ভাঙতে হবে। ন্যায় বিচার, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সেই সিন্ডিকেট ভেঙে দিতে হবে।’

সংবর্ধনা দেওয়ার সময় অ্যাটর্নি জেনারেল প্রধান বিচারপতিকে বলেছেন, ‘বিগত এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশে ঘটে যাওয়া অনেকগুলো গুম হওয়া মানুষের আত্মা, অসংখ্য মানুষের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হওয়ার বেদনা, অগণিত মানুষের নির্যাতন-নীপিড়নের গল্প, অনেক মৃত মানুষের গায়েবি মামলায় আসামি হওয়ার অভিশাপ, অনেক পরিবারের নিঃস্ব হওয়ার হাহাকার থেকে উচ্চারিত প্রতিবাদের ভাষা থেকে প্রতিরোধে রূপ নেওয়ার অন্য অবয়ব আজকের বাংলাদেশ। সেই বাংলাদেশে খুন-গুম-নির্যাতন-নিপীড়নের শিকার সেইসব আত্মা, সেইসব মানুষ আজ ন্যায় বিচারের প্রতীক্ষায় আছে, আপনার দিকে তাকিয়ে আছে, গোটা দেশবাসীর মতো আমিও আশা করি আপনি তাদের বিমুখ করবেন না। এই দেশকে, এই দেশের সংবিধানকে, এ দেশের মানুষের অধিকার রক্ষার্থে, গণতন্ত্র প্রতিষ্ঠায় সংবিধানের অভিভাবক হিসেবে আপনার নেতৃত্বে সুপ্রিম কোর্টের অভিভাবকত্ব প্রকাশ পাক এটা আবু সাঈদ-মুগ্ধ-ফারাজসহ শত শহীদের প্রত্যাশা ছিল, তাদের বৈষম্যবিরোধী আন্দোলনের অন্তর্নিহিত কারণ ছিলো। আশা করি আপনার নেতৃত্বে সবার সেই স্বপ্ন বাস্তবায়িত হবে।’