খালেদা জিয়ার গ্যাটকো মামলায় চার্জগঠনের শুনানি ৮ অক্টোবর
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৫ আসামির গ্যাটকো দুর্নীতি মামলার চার্জগঠনের পরবর্তী শুনানির দিন ৮ অক্টোবর ধার্য করেছেন আদালত।
আজ রবিবার ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আলী হোসাইন নতুন এ তারিখ ঠিক করেন।
এদিন চার্জ শুনানির ধার্য দিনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসুস্থ মর্মে সময় আবেদন করেন আইনজীবীরা। তার পক্ষে হাজিরা দাখিল করে আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার শুনানি পেছানোর আবেদন করে তিনি বলেন, ‘সব আসামির পক্ষে শুনানি হয়ে গেছে। আমাদের ম্যাডাম (খালেদা জিয়া) এর পক্ষে শুনানি বাকি আছে। আমাদের সময় দিন। এরপর বিচারক ৮ অক্টোবর শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন।’
আরও পড়ুন:
ভারত সফরে গেলেন প্রধান বিচারপতি
মামলাটিতে গত বছর ৭ ফেব্রুয়ারি দুদকের প্রসিকিউটর মোশারফ হোসেন কাজল সব আসামির বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে চার্জগঠনের প্রস্তাব করেন।
মামলাটিতে চার্জশিটভুক্ত ২৪ আসামি ছিলেন। তাদের মধ্যে ১১ জন মারা গেছেন। বর্তমানে আসামি ১৭ জন। অপর আসামিদের মধ্যে রয়েছেন বিএনপি নেতা ড. খন্দকার মোশারফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গ্যাটকোর পরিচালক সৈয়দ তানভির আহমেদ ও সৈয়দ গালিব আহমেদ, প্রয়াত মন্ত্রী কর্নেল আকবর হোসেনের (অব.) স্ত্রী জাহানারা আকবর, দুই ছেলে ইসমাইল হোসেন সায়মন এবং একেএম মুসা কাজল, এহসান ইউসুফ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সাবেক সদস্য একে রশিদ উদ্দিন আহমেদ এবং গ্লোবাল এগ্রোট্রেড প্রাইভেট লিমিটেডের (গ্যাটকো) পরিচালক শাহজাহান এম হাসিব।
২০০৭ সালের ২ সেপ্টেম্বর মামলাটি দায়ের করা হয়। পরের বছর ১৩ মে আদালতে চার্জশিট দাখিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরপর মামলার দুই আসামি গ্যাটকোর পরিচালক সৈয়দ তানভির আহমেদ ও সৈয়দ গালিব আহমেদ মামলাটি বাতিলের জন্য হাইকোর্টে আপিল করেন। ২০০৮ সালের ২৯ জুলাই হাইকোর্ট বিচারিক আদালতের কার্যক্রম স্থগিত করে। ফলে এরপর থেকে ১০ বছর মামলাটির বিচারিক কার্যক্রম বন্ধ ছিল।
সর্বশেষ গত বছর ২৫ নভেম্বর হাইকোর্ট ওই দুই আসামির আবেদন খারিজ করে দেন এবং ৬ মাসের মধ্যে বিচারিক আদালতকে মামলা নিষ্পত্তির নির্দেশ দেন।