কে হচ্ছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি?

অনলাইন ডেস্ক
১০ আগস্ট ২০২৪, ১৪:৫৫
শেয়ার :
কে হচ্ছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি?

পদত্যাগ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আজ শনিবার বেলা দেড়টার দিকে তিনি গণমাধ্যমকে এ কথা বলেছেন। আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে বলে জানান তিনি।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ‘আমি উনাকে (আইন উপদেষ্টা) জানিয়েছি নীতিগতভাবে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। আজকের মধ্যে আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে আশা করি।’

এদিকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে মো. আশফাকুল ইসলামের নাম শোনা যাচ্ছে। তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতি হিসেবে বর্তমানে দায়িত্বপালন করছেন।

আশফাকুল ইসলাম ১৯৫৯ সালের ১৫ জুলাই মানিকগঞ্জের হরিরামপুরের পূর্ব খলিলপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা এ কে এম নুরুল ইসলাম ছিলেন বাংলাদেশের সাবেক ভাইস প্রেসিডেন্ট আর মাতা জাহানারা আরজু একুশে পদক প্রাপ্ত কবি ও সাহিত্যিক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।